আজকাল স্মার্টফোনের চার্জিং স্পিড অনেক দ্রুত হয়েছে। এখন ২০ মিনিটেরও কম সময়ে ফোন ০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়। কিন্তু যদি আমরা আপনাকে বলি যে এবার আপনি ৫ মিনিটের মধ্যে আপনার ফোন ১০০ শতাংশ চার্জ করতে সক্ষম হবেন, তাহলে কি বিশ্বাস করবেন? এই ভাবনা শীঘ্রই সত্য হতে চলেছে কারণ Realme শীঘ্রই 300W চার্জিং সহ একটি ফোন আনার প্রস্তুতি নিচ্ছে।
রিয়েলমিই বিশ্বের প্রথম ব্র্যান্ড যারা ১৫০ ওয়াট এবং ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি প্রদর্শন করেছিল। এখন নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে ব্র্যান্ডটি ৩০০ ওয়াট র্যাপিড চার্জিং প্রযুক্তি ব্যবহার করে একটি নতুন স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। সেইমতো ব্র্যান্ডটি আজ নিশ্চিত করেছে যে, তারা ১৪ আগস্ট চীনে নতুন ফাস্ট চার্জিং প্রযুক্তি সামনে আনবে।
রেডমি সহ বেশ কয়েকটি স্মার্টফোন ব্র্যান্ড গত বছর ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি প্রদর্শন করেছে। তবে রিয়েলমিই প্রথম ব্র্যান্ড যারা ৩০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ফোন আনতে চলেছে। গত জুনে রিয়েলমির গ্লোবাল হেড অব মার্কেটিং ফ্রান্সেস ওং এক সাক্ষাৎকারে জানান, তাদের কোম্পানি ৩০০ ওয়াট র্যাপিড চার্জিং প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে।
রিপোর্ট থেকে জানা গেছে যে, ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ নিয়ে আসা ফোনটি তিন মিনিটেরও কম সময়ে ০ থেকে ৫০ শতাংশ চার্জ হতে পারবে এবং প্রায় ৫ মিনিটের মধ্যে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। তবে এই মুহুর্তে, আসন্ন রিয়েলমি ফোনগুলির মধ্যে কোনটি ৩০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই।