৩২ ইঞ্চি স্মার্ট টিভির দাম ১৩ হাজার টাকা, আজ কিনতে পারবেন Realme TV

ভারতে এই মুহূর্তে একের পর এক স্মার্ট টিভি নিয়ে আসছে কোম্পানিগুলি। সম্প্রতি সময়ের কথা বললে রিয়েলমি, ওয়ানপ্লাস, থমসন, ভু প্রভৃতি কোম্পানি তাদের স্মার্ট টিভি ভারতে…

ভারতে এই মুহূর্তে একের পর এক স্মার্ট টিভি নিয়ে আসছে কোম্পানিগুলি। সম্প্রতি সময়ের কথা বললে রিয়েলমি, ওয়ানপ্লাস, থমসন, ভু প্রভৃতি কোম্পানি তাদের স্মার্ট টিভি ভারতে এনেছে। এর মধ্যে আজ Realme Smart TV এর সেল অনুষ্ঠিত হবে। কোম্পানির ওয়েবসাইট Realme.com ছাড়াও আপনি এই টিভিটি Flipkart থেকেও কিনতে পারবেন। দুপুর ১২ টা থেকে এই সেল শুরু হবে। রিয়েলমি স্মার্ট টিভির কথা বললে ভারতে এর ৪৩ ইঞ্চি ফুল এইচডি ও ৩২ ইঞ্চি এইচডি রেডি ভ্যারিয়েন্ট দুটি পাওয়া যাবে। 

Realme TV দাম ও অফার:

ভারতে রিয়েলমি স্মার্ট টিভির ৩২ ইঞ্চি এইচডি রেডি ভ্যারিয়েন্টের দাম পড়বে ১২,৯৯৯ টাকা। আবার ৪৩ ইঞ্চি ফুল এইচডি ভ্যারিয়েন্টের দাম পড়বে ২১,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসাবে এই টিভির উপর ফ্লিপকার্টে গ্রাহকরা ৫ শতাংশ ছাড় পাবে। কেবল ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ও অ্যাক্সিস ব্যাংক বাজ ক্রেডিট কার্ড গ্রাহকরা এই সুবিধা পাবে। আবার এর সাথে ৬ মাসের ইউটিউব প্রিমিয়াম বিনামূল্যে ব্যবহার করা যাবে। RuPay ডেবিট কার্ড ট্রাঞ্জাকশনে ৭৫ টাকা অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে। আবার ফোনটির নো কস্ট ইএমআই শুরু হবে ১,০৮৪ টাকা থেকে।

Realme Smart TV স্পেসিফিকেশন :

রিয়েলমি ৪৩ ইঞ্চি মডেলে ৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাওয়া যাবে। যার রেজুলেশন ১৯২০  × ১০৮০ পিক্সেল। এতে ১৭৮ ডিগ্রী ভিউ এঙ্গেল ও এইচডিআর ১০ সাপোর্ট আছে। আবার ৩২ ইঞ্চি মডেলে ৩২ ইঞ্চি এইচডি রেডি ডিসপ্লে আছে। যার রেজুলেশন ১৩৬৬ × ৭৬৮ পিক্সেল এবং ভিউ এঙ্গেল ১৭৮ ডিগ্রী।

এই টিভির দুটি ভ্যারিয়েন্টে স্ট্যান্ডার্ড, ভিভিড, স্পোর্ট, মুভি, গেম এবং এনার্জি সেভিংয়ের মতো সাতটি ডিসপ্লে মোড রয়েছে। এই স্মার্ট টিভিতে পাবেন ১.১ গিগাহার্টজ কোয়াড কোর কর্টেক্স এ ৫৩ মিডিয়াটেক প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে মালি-৪৭০ এমপি ৩ জিপিইউ উপলব্ধ। এতে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি স্টোরেজ আছে।

রিয়েলমির এই স্মার্ট টিভিতে ক্রোমকাস্ট ইন বিল্ট এর সাথে অ্যান্ড্রয়েড টিভি ৯.০, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও এবং লাইভ চ্যানেলের মতো ফিচার পাওয়া যাবে। এছাড়াও কানেক্টিভিটির জন্য এখানে ওয়াই ফাই ৮০২.১১ বি/জি/এন, ব্লুটুথ ৫, ৩ এইচডিএমআই, ২ ইউএসবি পোর্ট উপলব্ধ। সাউন্ডের জন্য এখানে ১২ ওয়াটের ২ টি স্পিকার আছে। সাউন্ড কে সুন্দর করার জন্য ডলবি অডিও MS12B ব্যবহার করেছে রিয়েলমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *