Realme V25 5G আজ 64 মেগাপিক্সেল ক্যামেরা ও Snapdragon 695 প্রসেসর সহ লঞ্চ হচ্ছে

Realme V25 আজ লঞ্চ হতে চলেছে। চীনের বাজারে ফোনটি আত্মপ্রকাশ করবে। কোম্পানি ফোনটি লঞ্চ করার জন্য একটি ভার্চুয়াল ইভেন্টের...
Julai Modal 3 March 2022 1:23 PM IST

Realme V25 আজ লঞ্চ হতে চলেছে। চীনের বাজারে ফোনটি আত্মপ্রকাশ করবে। কোম্পানি ফোনটি লঞ্চ করার জন্য একটি ভার্চুয়াল ইভেন্টের আয়োজন করেছে, যা ভারতীয় সময় প্রায় ১২টা থেকে শুরু হবে। গত কয়েক সপ্তাহ ধরে Realme V25 নিয়ে নানা তথ্য সামনে আসছে। এটি কোম্পানির প্রথম ফোন হবে, যেখানে ফটোক্রমিক ব্যাক প্যানেল পাওয়া যাবে। আবার এতে মিলবে ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। Realme V25 ফোনটি গতবছরে বাজারে আসা Realme V15 5G-এর উত্তরসূরী হতে পারে।

Realme V25 সম্পর্কে কি কি জানা গেছে

রিয়েলমি ভি২৫ কে কিছুদিন আগেই TENAA সার্টিফিকেশন সাইট ও Geekbench বেঞ্চমার্কিং সাইটে দেখা গিয়েছিল। এই ফোনের মডেল নম্বর RMX3475। জানা গেছে, রিয়েলমি ভি২৫ ফোনে ৬.৫ ইঞ্চি এলসিডি ফুল-এইচডি+ ডিসপ্লে দেখা যাবে। আবার ডিসপ্লের কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া পিছনে থাকতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর + ২ মেগাপিক্সেল আরেকটি সেন্সর।

অপারেটিং সিস্টেমের কথা বললে, রিয়েলমি ভি২৫ ফোনে অ্যান্ড্রয়েড ১২ বেসড রিয়েলমি ইউআই ৩.০ কাস্টম স্কিন থাকবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷ ফোনটি তিনটি কালারে আসবে - ডার্ক গ্রে, পিক ব্লু, এবং অরোরা।

এদিকে গিকবেঞ্চ থেকে জানা গেছে, Realme V25 আসবে ফাইভ-জি সাপোর্টেড Snapdragon 695 প্রসেসর সহ। এতে সর্বোচ্চ ১২ জিবি র‌্যাম, এবং লেটেস্ট Android 12 অপারেটিং সিস্টেম থাকতে পারে। ডিভাইসটি বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে সিঙ্গেল কোর ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৬৮৭ ও ২০২২ পয়েন্ট পেয়েছে।

Show Full Article
Next Story
Share it