32 মেগাপিক্সেল ক্যামেরা সহ সস্তায় লঞ্চ হল দুই নতুন স্মার্টফোন Realme V60 ও V60s
Realme V60 এবং Realme V60s নামের দুই লেটেস্ট V সিরিজের স্মার্টফোনকে চুপিসারে বাজারে লঞ্চ করলো রিয়েলমি। উভয় ফোনই...Realme V60 এবং Realme V60s নামের দুই লেটেস্ট V সিরিজের স্মার্টফোনকে চুপিসারে বাজারে লঞ্চ করলো রিয়েলমি। উভয় ফোনই এন্ট্রি-লেভেলের 5G সেগমেন্টকে লক্ষ্য করে। এগুলি একটি সাশ্রয়ী প্রাইস পয়েন্টে মৌলিক স্পেসিফিকেশন অফার করে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, আলাদা আলাদা নাম থাকা সত্ত্বেও, Realme V60 এবং Realme V60s ডিজাইন এবং হার্ডওয়্যারের দিক থেকে অনেকটাই অভিন্ন। উভয় ফোনই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ এইচডি+ ডিসপ্লে, MediaTek Dimensity 6300 চিপসেট, ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ রয়েছে। আসুন দুটি ফোনেরই দাম, সকল স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Realme V60 এবং Realme V60s ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার
রিয়েলমি ভি৬০ এবং রিয়েলমি ভি৬০এস উভয় ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে, যা ৭২০ x ১,৬০৪ পিক্সেল রেজোলিউশন এবং ৬২৫ নিটের পিক ব্রাইটনেস সাপোর্ট করে। রিয়েলমি উল্লেখ করেছে যে স্ক্রিনটি সর্বনিম্ন ১ নিট পর্যন্ত যেতে পারে, যা রাতে ব্যবহারের জন্য উপযোগী।
পারফরম্যান্সের জন্য, রিয়েলমি ভি৬০ এবং রিয়েলমি ভি৬০এস হ্যান্ডসেট দুটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেটটি ব্যবহার করা হয়েছে। এটি একটি অক্টা-কোর প্রসেসর, যার মধ্যে ২.৪ গিগাহার্টজ ক্লক স্পিডের দুটি কর্টেক্স-এ৮৬ পারফরম্যান্সের কোর এবং প্রতিদিনের কাজের জন্য ২.০ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর রয়েছে। প্রসেসরটি ৬ জিবি/ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। ফোনটি সর্বাধিক ৮ জিবি র্যাম সম্প্রসারণও সাপোর্ট করে। রিয়েলমি ভি৬০ এবং রিয়েলমি ভি৬০এস ফোন দুটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক রিয়েলমি ইউআই ৫.০ (Realme UI 5.0) কাস্টম স্কিনে রান করে।
ক্যামেরার ক্ষেত্রে, Realme V60 এবং Realme V60s ফোনে রিয়ার প্যানেলে চারটি কাটআউট সহ একটি ক্যামেরা মডিউল রয়েছে, তবে এর মধ্যে একটিমাত্র ৩২ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ বিদ্যমান। নীচের দিকে খোদাই করা “রিয়েলমি” লোগো সহ ব্যাক প্যানেলে একটি ‘ক্লিন লুক’ বজায় রাখা হয়েছে। আর ফোনের সামনে সেলফির জন্য একটি ৮ মেগাপিক্সেলের পাঞ্চ-হোল ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Relame V60 এবং Realme V60s ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত রয়েছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটগুলি সস্তা হলেও এগুলির ডিসপ্লে বেজেলগুলি যথেষ্ট স্লিম।
Realme V60 এবং Realme V60s ফোনের মূল্য এবং লভ্যতা
যদিও Realme V60 এবং Realme V60s একই স্পেসিফিকেশন অফার করে, তবে ফোন দুটির দাম কিন্তু আলাদা। Realme V60 ফোনের বেস ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৩,৮০০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের মূল্য ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,১০০ টাকা)।
অন্যদিকে, Realme V60s ফোনের ৬ জিবি র্যাম + ১২৮ জিবি মডেলের দাম রাখা হয়েছে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,১০০ টাকা) এবং ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১,৭৯৯ ইউয়ান (প্রায় ২০,৭০৫ টাকা)। উভয় মডেলই স্টার গোল্ড এবং ফিরোজা কালার অপশনে পাওয়া যাবে। এই হ্যান্ডসেট দুটি ভারতীয় বাজারে কবে আসবে, তা এখনও জানা যায়নি।