নতুন ফোন কিনবেন? Realme, Vivo, OnePlus, iQOO-র এই ফোন চলতি মাসে বাজারে আসছে

চলতি বছরের শুরু থেকেই একের পর এক স্মার্টফোন বাজারে আসছে। মে মাসেও বেশ কয়েকটি ফোনের উপর থেকেও পর্দা সরানো হবে। Realme,...
Julai Modal 15 May 2022 8:47 PM IST

চলতি বছরের শুরু থেকেই একের পর এক স্মার্টফোন বাজারে আসছে। মে মাসেও বেশ কয়েকটি ফোনের উপর থেকেও পর্দা সরানো হবে। Realme, Vivo, OnePlus, iQOO-র মতো ব্র্যান্ড তাদের নয়া ফোন লঞ্চ করবে। ফলে আপনি যদি নতুন কোনো স্মার্টফোন কিনতে চান তাহলে দেখে নিন কোন কোন ডিভাইস আসছে।

Realme Narzo 50 Pro

রিয়েলমি জানিয়েছে আগামী ১৮ মে ভারতে আত্মপ্রকাশ করবে নারজো ৫০ প্রো। ইতিমধ্যেই এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি করেছে অ্যামাজন। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর।

Realme Narzo 50 5G

রিয়েলমি নারজো ৫০ ৫জি ফোনটি রিয়েলমি নারজো ৫০ প্রো এর সাথে ভারতে আসবে। যদিও এর সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। তবে এই ফোনটিও অ্যামাজন থেকে পাওয়া যাবে বলে মনে হচ্ছে। ইতিমধ্যেই ভারতে রিয়েলমি নারজো ৫০ ৪জি ফোনটি উপলব্ধ।

Vivo X80, Vivo X80 Pro

ইতিমধ্যেই ভিভো এক্স৮০, এক্স৮০ প্রো চীনে লঞ্চ হয়েছে। আগামী ১৮ মে এই দুটি ফোন ভারতে আসবে। দুটি ফোনের ক্যামেরাই দুর্দান্ত ফটোগ্রাফি অফার করবে। সমস্ত বড় বড় ই-কমার্স সাইট থেকে ভিভো এক্স৮০, এক্স৮০ প্রো কেনা যাবে। এদের দাম শুরু হতে পারে প্রায় ৪০,০০০ টাকা থেকে।

OnePlus Nord 2T

চলতি মাসেই আত্মপ্রকাশ করবে ওয়ানপ্লাস নর্ড ২টি। আগামী ১৯ মে ফোনটি লঞ্চ হওয়ার কথা। এটিও অ্যামাজন থেকে পাওয়া যাবে। ওয়ানপ্লাস নর্ড ২টি মিড রেঞ্জ ৫জি ডিভাইস হবে।

iQOO Neo 6

এখনও আইকো নিও ৬ ফোনের লঞ্চের তারিখ জানা যায়নি। তবে আশা করা যায় ফোনটি শীঘ্রই ভারতে আসবে। কোম্পানি ইতিমধ্যেই এর টিজার প্রকাশ করতে শুরু করেছে। ফোনটিতে ব্যবহার করা হবে কোয়ালকম ৮৭০ প্রসেসর। এটি ভারতে নিও সিরিজের প্রথম ডিভাইস হবে।

Show Full Article
Next Story