দীর্ঘ ব্যাটারি লাইফ সহ Realme Watch 2 Pro স্মার্টওয়াচের লঞ্চ আসন্ন

গতমাসে জানা গিয়েছিল Realme তাদের Watch 2 এবং Watch 2 Pro নামে দুটি নতুন স্মার্টওয়াচের ওপর কাজ করছে। Realme Link অ্যাপের সোর্স কোডে এই দুই…

গতমাসে জানা গিয়েছিল Realme তাদের Watch 2 এবং Watch 2 Pro নামে দুটি নতুন স্মার্টওয়াচের ওপর কাজ করছে। Realme Link অ্যাপের সোর্স কোডে এই দুই স্মার্টওয়াচের নাম প্রথমে খুঁজে পাওয়া গেছিল। এরপর Realme Watch 2 কে আমেরিকার FCC সার্টিফিকেশন সাইটে স্পট করা হয়েছিল। সম্প্রতি RMA2006 মডেল নম্বরের Realme Watch 2 Pro কেও এবার FCC সার্টিফিকেশন সাইটে অন্তর্ভুক্ত করা হল। উল্লেখ্য, এটি ইতিমধ্যে BIS-এর শংসাপত্রও পেয়েছে৷ সুতারাং, Realme Watch 2 Pro- এর লঞ্চ আসন্ন বলা যায়।

টিপ্সটার মুকুল শর্মা FCC-তে রিয়েলমি ওয়াচ ২ প্রো কে দেখতে পেয়েছেন। সার্টিফিকেশন সাইটে এর ডায়াগ্রাম দেখে স্পষ্ট, এটি গোল ডায়ালের পরিবর্তে চৌকো ডায়াল সহ আসবে। এফসিসি-র নথিপত্র বলছে, স্মার্টওয়াচটিতে ৩৯০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও, Realme Watch 2 Pro নামটি এফসিসি তালিকায় সম্পূর্ণ ডকুমেন্টেশন জুড়ে দৃশ্যমান। আপাতত, আপকামিং স্মার্টওয়াচটির ব্যাপারে এতটুকু তথ্যই উপলব্ধ।

realme-watch-2-pro

এর আগে FCC ওয়েবসাইট থেকে Realme Watch 2-এর স্পেসিফিকেশনের বিষয়ে আমরা জানতে পেরেছিলাম। সেইসঙ্গে সেখানে থাকা ডকুমেন্ট মারফত রিয়েলমি ওয়াচ ২-র ছবি প্রকাশ্যে এসেছিল। ইউজার ম্যানুয়াল থেকে জানা গিয়েছিল, এটি ১.৪ ইঞ্চি টিএফটি ডিসপ্লের সাথে আসবে৷ যার স্ক্রিন রেজোলিউশন হবে ৩২০x৩২০ পিক্সেল।

এছাড়াও Realme Watch 2-তে IP68 রেটিং, ৩০৫ এমএএইচ ব্যাটারি, হার্ট রেট মনিটারিং ও ব্লড অক্সিজেন মনিটারিং ফিচার থাকবে। যার অর্থ, স্মার্টওয়াচটি রিয়েল-টাইম হার্ট রেট মনিটারিং সাপোর্ট করবে ও ইউজারদের রক্তে অক্সিজেনের মাত্রা মাপতে দেবে। এছাড়া স্মার্টওয়াচটি নেটিভ স্লিপ ট্র্যাকিং, মেডিটেশান মোড, এবং একাধিক স্পোর্টস মোড সহ আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন