Recharge Plans: রিচার্জ প্ল্যানের দাম বাড়লেও কল ড্রপের সমস্যা যাচ্ছে না, রইলো সমাধান

সম্প্রতি মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে বেসরকারি টেলিকম অপারেটরগুলি। তবে কিছু কিছু ক্ষেত্রে কল এবং নেটওয়ার্ক...
PUJA 4 July 2024 2:05 PM IST

সম্প্রতি মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে বেসরকারি টেলিকম অপারেটরগুলি। তবে কিছু কিছু ক্ষেত্রে কল এবং নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা এখনো আগের মতই রয়ে গেছে। যার জন্য বেশিরভাগ সময়ই স্মার্টফোন ব্যবহারকারীদের কল ড্রপের মত সমস্যায় পড়তে হচ্ছে। তবে, এমন কিছু কৌশল আছে যেগুলি অবলম্বন করলে সাময়িকভাবে এই সমস্যা কিছুটা হলেও কমানো যায়। এই প্রতিবেদনে সেই কৌশলগুলি সম্পর্কে জানানো হল।

১) অন্য নেটওয়ার্কে সুইচ করুন -

আপনি যদি বাড়িতে বা অফিসে কল ড্রপের মতন সমস্যায় ভোগেন তাহলে আপনি সেই এলাকায় যে টেলিকম অপারেটরের নেটওয়ার্ক ভালো সেটি ব্যবহার করতে পারেন।

২) ফোন আপডেট করুন-

বারংবার কল ড্রপের মতন সমস্যা দেখা দিলে অনেক সময় সফটওয়্যার আপডেট সংক্রান্ত সেটিংস চেক করার পরামর্শ দেওয়া হয়। কারণ, ফোন আপডেট করলে অনেক সময় নেটওয়ার্ক সমস্যার সমাধান হয়ে যায়।

৩) ওয়াইফাই কলিং নিষ্ক্রিয় করুন -

সেলুলার নেটওয়ার্কের অনুপস্থিতিতে অনেক সময় ওয়াইফাই কলিং ফিচারটি ব্যবহার করা হয়। তবে, সর্বদা এই ফিচারটি অন থাকলে মাঝে মাঝে কল ড্রপের মতো সমস্যা দেখা দেয়। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে এই ফিচারটি নিষ্ক্রিয় করে রাখুন।

৪) নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন -

নেটওয়ার্ক সেটিংস রিসেট করলেও অনেক সময় কল সম্পর্কিত নানান সমস্যার সমাধান হয়ে যায়। তাই কল ড্রপের মতন সমস্যা দেখা দিলে আপনি সেটিংস অ্যাপে গিয়ে নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে পারেন।

৫) ফোন রিস্টার্ট করুন -

কখনো কখনো ফোন বন্ধ করে পুনরায় চালু করলে ফোন এবং কল সম্পর্কিত একাধিক সমস্যা কমে আসে। তাই কল ড্রপের মতো সমস্যাতেও উপকার পেতে ফোন রিস্টার্ট করে দেখুন।

Show Full Article
Next Story