Red Magic 9S Pro: দুর্ধর্ষ গেমিং ফোন এল বাজারে, মিলবে 6500mah ব্যাটারি ও 24GB র‍্যাম

হাই-পারফরম্যান্স গেমিং ফোনের জন্য সুপরিচিত রেড ম্যাজিক বাজারে আনলো তাদের লেটেস্ট রেড ম্যাজিক ৯এস প্রো স্মার্টফোন...
Ananya Sarkar 4 July 2024 11:29 AM IST

হাই-পারফরম্যান্স গেমিং ফোনের জন্য সুপরিচিত রেড ম্যাজিক বাজারে আনলো তাদের লেটেস্ট রেড ম্যাজিক ৯এস প্রো স্মার্টফোন সিরিজটি। এই লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে দুটি মডেল, রেড ম্যাজিক ৯এস প্রো এবং রেড ম্যাজিক ৯এস প্রো প্লাস। এই নতুন ফোনগুলি হাই-এন্ড স্পেসিফিকেশন এবং স্মার্ট এআই ফিচার সহ এসেছে, যা মোবাইল গেমিংয়ের এক্সপেরিয়েন্সকে আরও উন্নত করবে। আসুন ফোনগুলির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

রেড ম্যাজিক ৯এস প্রো সিরিজের স্পেসিফিকেশন

নতুন রেড ম্যাজিক ৯এস প্রো সিরিজের লক্ষ্য হল নতুন এআই ক্ষমতা সমন্বিত একটি আপগ্রেডেড গেম স্পেস সহ মোবাইল গেমিংয়ের অভিজ্ঞতাকে উন্নত করা। এই নতুন এবং উন্নত ফিচারগুলি আন্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে রেডম্যাজিক ৯.৫ অপারেটিং সিস্টেমে রান করে। রেড ম্যাজিক ৯এস প্রো এবং রেড ম্যাজিক ৯এস প্রো প্লাসের একটি স্ট্যান্ডআউট ফিচার হল স্মার্ট নেভিগেটর, যা জনপ্রিয় গেমগুলির জন্য রিয়েল-টাইম সাজেশন দেয় এবং দ্রুত প্রশ্নের জন্য ভয়েস টাইপিং অন্তর্ভুক্ত করে। যারা তাদের কন্ট্রোল কাস্টমাইজ করতে চান তাদের জন্য, এআই ট্রিগার গেমারদের শোল্ডার বাটনগুলির জন্য পার্সোনালাইজড অ্যাকশন সেট করতে দেয়, ফোনটিকে ইউজারের প্লেস্টাইলের ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে চিনতে এবং পরিচালনা করতে সক্ষম করে তোলে।

সাউন্ড রিকগনিশন হল আরেকটি আকর্ষণীয় সংযোজন, গেমপ্লে চলাকালীন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে স্বয়ংক্রিয়ভাবে ইন-গেম সাউন্ড সনাক্ত করে। রেডম্যাজিক মোমেন্টস ফ্লাইতে স্ক্রিনশট এবং ক্লিপগুলি ক্যাপচার এবং এডিট করে, এমনকি ইউজারের গেম লবির জন্য হাইলাইটগুলিকে ওয়ালপেপারে রূপান্তর করে কনটেন্ট তৈরিকে স্ট্রীমলাইন করে৷

রেড ম্যাজিক ৯এস প্রো সিরিজে এআই অ্যাসিস্টেন্টও উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে এসেছে। লেটেস্ট ফোন দুটিতে ভয়েস-অ্যাক্টিভেটেড ফাংশন এবং একটি ডায়নামিক, গেম-থিমযুক্ত ডিসপ্লে রয়েছে। উন্নত সিন রিকগনিশন গেমগুলির মধ্যে আরও নির্ভুল এআই প্রতিক্রিয়া প্রদান করে এবং আরও নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করে। এছাড়াও, রেডম্যাজিক কিউব একটি ইন-গেম হাব হিসেবে কাজ করে, ফটো এডিটিং, ওয়ালপেপার তৈরি এবং লেখার সহায়তার মতো বিভিন্ন ধরনের এআই টুল অফার করে।

রেড ম্যাজিক ৯এস প্রো সিরিজে ৬.৮ ইঞ্চির ফুলএইচডি+ ওলেড ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং প্রতিক্রিয়াশীল টাচ কন্ট্রোলের জন্য ৯৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিসপ্লে উজ্জ্বল রং এবং স্পষ্ট দৃশ্যমানতা প্রদান করে, এমনকি উজ্জ্বল পরিস্থিতিতেও এর পিক ব্রাইটনেস থাকে ১,৬০০ নিট । এটি দীর্ঘ গেমিং সেশনের সময় চোখের ওপর চাপ কমায়।

ফটোগ্রাফির জন্য, রেড ম্যাজিক ৯এস প্রো এবং রেড ম্যাজিক ৯এস প্রো প্লাস ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (স্যামসাং জিএন৫), একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর (স্যামসাং জেএন১) এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা (গিগাডিভাইস জিসি০২এম১)৷ আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ১৬ মেগপিক্সেলের আন্ডার-ডিসপ্লে ক্যামেরা বিদ্যমান।

রেড ম্যাজিক ৯এস প্রো এবং রেড ম্যাজিক ৯এস প্রো প্লাস উভয় ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ লিডিং ভার্সন (স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ - এর একটি ওভারক্লকড ভার্সন) প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই চিপসেট চাহিদাপূর্ণ গেমের জন্য চমৎকার শক্তি প্রদান করে। দুটি ফোনেই সর্বাধিক ২৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম মিলবে, যা মসৃণ মাল্টিটাস্কিং এবং দ্রুত ডেটা প্রসেসিংয়ে সহায়তা করে। হ্যান্ডসেটগুলিতে ২৫৬ জিবি থেকে ১ টিবি পর্যন্ত স্টোরেজ মিলবে, যা গেম এবং মিডিয়ার জন্য প্রচুর স্পেস অফার করে।

এর পাশাপাশি দীর্ঘ গেমিং সেশনের সময় ফোনকে ঠান্ডা রাখতে, রেড ম্যাজিক ৯এস প্রো সিরিজে রয়েছে আইস ১৩.৫ কুলিং সিস্টেম। এর মধ্যে একটি বড় ১০,১৮২ বর্গ মিলিমিটার সিঙ্গেল-লেয়ার ভেপার চেম্বার প্লেট, ২২,০০০ আরপিএম স্পিড সহ একটি উচ্চ-গতির ফ্যান এবং একটি নতুন কুলিং জেলও রয়েছে৷ এই ফিচারগুলি অতিরিক্ত গরম না করে পারফরম্যান্সকে বজায় রাখতে সহায়তা করে।

পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, রেড ম্যাজিক ৯এস প্রো সিরিজ দুটি ব্যাটারি অপশন সহ এসেছে। স্ট্যান্ডার্ড ৯এস প্রো মডেলটিতে বিশাল ৬,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি রয়েছে এবং এটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে রেড ম্যাজিক ৯এস প্রো প্লাস সংস্করণে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

রেড ম্যাজিক ৯এস প্রো সিরিজের মূল্য এবং লভ্যতা

রেড ম্যাজিক ৯এস প্রো এবং রেড ম্যাজিক ৯এস প্রো প্লাস বিভিন্ন কনফিগারেশন এবং দাম সহ একাধিক মডেলে এসেছে।

রেড ম্যাজিক ৯এস প্রো

ট্রান্সপারেন্ট সিলভার ডিউটেরিয়াম এবং ট্রান্সপারেন্ট ডার্ক নাইট:

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ৪,৯৯৯ রেনমিনবি (প্রায় ৫৭,৪৩৫ টাকা)

১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ৫,৩৯৯ রেনমিনবি (প্রায় ৬২,০৩০ টাকা)

ডার্ক নাইট এবং হোয়াইট নাইট:

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ - ৪৭৯৯ রেনমিনবি (প্রায় ৫৫,১৩৫ টাকা)

১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ৫,১৯৯ রেনমিনবি (প্রায় ৫৯,৭৩০ টাকা)

রেড ম্যাজিক ৯এস প্রো প্লাস

ডার্ক নাইট এবং হোয়াইট নাইট:

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ৫,৭৯৯ রেনমিনবি (প্রায় ৬৬,৬২০ টাকা)

ট্রান্সপারেন্ট সিলভার ডিউটেরিয়াম এবং ট্রান্সপারেন্ট ডার্ক নাইট:

১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ - ৫,৯৯৯ রেনমিনবি (প্রায় ৬৮,৯২০ টাকা)

২৪ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ - ৬,৯৯৯ রেনমিনবি (প্রায় ৮০,৩৬০ টাকা)

রেড ম্যাজিক ৯এস প্রো এবং রেড ম্যাজিক ৯এস প্রো প্লাস আগামী ৯ জুলাই থেকে চীনে অর্ডারের জন্য উপলব্ধ হবে। রেড ম্যাজিক ৯এস প্রো মডেলের আন্তর্জাতিক সংস্করণটি আগামী ১৬ জুলাই উন্মোচন করা হবে বলে আশা করা হচ্ছে।

Show Full Article
Next Story