সুখবর, Redmi 10 Prime ভারতে আসছে ৩ সেপ্টেম্বর! বিশেষত্ব জেনে নিন

আর কিছুদিনের মধ্যে ভারতে স্মার্ট লিভিং কনফারেন্সের আয়োজন করতে চলেছে শাওমি (Xiaomi)৷ পাশাপাশি, চীনা ব্র্যান্ডটি একটি নতুন টিজারও শেয়ার করে ইঙ্গিত করেছে যে, সে দিন…

আর কিছুদিনের মধ্যে ভারতে স্মার্ট লিভিং কনফারেন্সের আয়োজন করতে চলেছে শাওমি (Xiaomi)৷ পাশাপাশি, চীনা ব্র্যান্ডটি একটি নতুন টিজারও শেয়ার করে ইঙ্গিত করেছে যে, সে দিন রেডমি (Redmi) ব্র্যান্ডের এক নতুন স্মার্টফোন আত্মপ্রকাশ করতে পারে৷ ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়া এবং শাওমির অফিসিয়াল ওয়েবসাইটে আসন্ন হ্যান্ডসেটের প্রোডাক্ট পেজ লাইভ করে রাখা হয়েছে৷

লঞ্চের দিন আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয় নি৷ তবে, শাওমির ওয়েবসাইটে সেট করা কাউন্ডটাউন টাইমার ৩ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় গিয়ে থামছে৷ এছাড়া টিজারে অ্যাডাপ্টিভ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও প্রসেসর-সহ বেশ কয়েকটি ফিচারের কথা উল্লেখ করা হয়েছে৷ ফলে এটি যে কিছু দিন আগে মালয়েশিয়ায় পা রাখা Redmi 10 ছাড়া আর কোনও স্মার্টফোন নয়, তা জোর দিয়ে বলা যায়৷ তবে Redmi 10 নামে নয়; সবকিছু এক রেখে কেবলমাত্র স্মার্টফোনটি Redmi 10 Prime নামে ভারতে লঞ্চ করবে শাওমি৷

এমনিতেই বেশ কিছু দিন ধরে শাওমি তাদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে একগুচ্ছ প্রাইম নম্বরকে টিজ করে চলেছে৷ আবার Redmi India-র অ্যাকাউন্টের নাম বদলে দশটি প্রাইম নম্বর রাখা হয়েছে। সুতরাং, এর থেকে বড় আভাস আর কিছু হয় না৷

Redmi 10 Prime স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিব্রান্ডেড ভার্সন হওয়ার ফলে রেডমি ১০ প্রাইম, রেডমি নোট ১০-এর মতো ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ৯০ হার্টজ অ্যাডাপ্টিভ ডিসপ্লে-সহ আসতে পারে। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর ব্যবহার হতে পারে। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম + ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের বিকল্পে পাওয়া যেতে পারে।

রেডমি ১০ প্রাইমের পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যার সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন