Redmi 10 সিরিজ শীঘ্রই ভারতে লঞ্চ হবে? টিজারে ইঙ্গিত Xiaomi-র

Xiaomi গতমার্চে ভারত সহ গ্লোবাল মার্কেটে Redmi Note 10 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের আওতায় বেশ কয়েকটি 4G, 5G স্মার্টফোন বাজারে এসেছে। তবে এবার সম্ভবত…

Xiaomi গতমার্চে ভারত সহ গ্লোবাল মার্কেটে Redmi Note 10 সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের আওতায় বেশ কয়েকটি 4G, 5G স্মার্টফোন বাজারে এসেছে। তবে এবার সম্ভবত সংস্থাটি Redmi 10 সিরিজ লঞ্চ করার পরিকল্পনা করছে। আসলে আজ Redmi India-র তরফে একটি টিজার পোস্ট করে আসন্ন এই সিরিজের লঞ্চের ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি ৯১মোবাইলসও তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে, Redmi 10 সিরিজ শীঘ্রই লঞ্চ হবে।

Redmi 10 সিরিজ ভারতে লঞ্চ হচ্ছে?

আজ রেডমি ইন্ডিয়া-র টুইটার হ্যান্ডেল থেকে একটি ১২ সেকেন্ডের ভিডিও টুইট করা হয়েছে, যেখানে “Redmi Revolution” কথাটি উল্লেখ আছে। ভিডিওর পাশাপাশি টুইটের ক্যাপশনে #10on10 (হ্যাশট্যাগ) ব্যবহার করা হয়েছে। ফলে মনে হচ্ছে রেডমি ১০ সিরিজের ভারতে আগমন কেবল সময়ের অপেক্ষা। যদিও টুইটে কোথাও রেডমি ১০ সিরিজের লঞ্চের বিষয়ে বলা নেই।

প্রসঙ্গত, Redmi 10 সিরিজ গতবছরে লঞ্চ হওয়া Redmi 9 সিরিজের উত্তরসূরী হবে। গতবছর এই সিরিজের অধীনে Redmi 9, Redmi 9 Prime, Redmi 9 Power, Redmi 9A, Redmi 9i ভারতে লঞ্চ হয়েছিল। আশা করা যায় Redmi 10 সিরিজেও এই ফোনগুলি থাকবে।

Redmi 10 সিরিজের স্পেসিফিকেশন ও দাম (সম্ভাব্য)

আশা করা যায় রেডমি ১০ সিরিজের ফোনে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে। ফোনগুলি এইচডি প্লাস বা ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ লঞ্চ হবে। এতে মিডিয়াটেক হেলিও বা স্ন্যাপড্রাগন ৪/৬ সিরিজের প্রসেসর ব্যবহার করা হবে। রেডমি ১০ সিরিজের ফোনগুলির দাম ১০,০০০ টাকার কাছাকাছি থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন