Redmi 10C ও Poco C4 ভারতে 50MP ট্রিপল ক্যামেরার সাথে আসতে পারে, BIS-এর শংসাপত্র পেল

ভারতের বাজারে বাজেট সেগমেন্টের জন্য একটি নতুন স্মার্টফোনের উপরে কাজ করছে শাওমি (Xiaomi)। যা রেডমি (Redmi) ব্র্যান্ড নামের সাথে আত্মপ্রকাশ করতে পারে। শেষবার জানা গিয়েছিল,…

ভারতের বাজারে বাজেট সেগমেন্টের জন্য একটি নতুন স্মার্টফোনের উপরে কাজ করছে শাওমি (Xiaomi)। যা রেডমি (Redmi) ব্র্যান্ড নামের সাথে আত্মপ্রকাশ করতে পারে। শেষবার জানা গিয়েছিল, হ্যান্ডসেটটির নাম Redmi 10C। পাশাপাশি, এর কোডনামও সামনে এসেছিল। Redmi 10C এবার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস-এর শংসাপত্র পেয়েছে বলে খবর এসেছে।

এদিকে আবার পোকো-র একটি বাজেট হ্যান্ডসেট বিআইএস কর্তৃপক্ষের অনুমোদন লাভ করেছে। যা Poco C4 নামে দেশের বাজারে লঞ্চ হবে। বিআইএস-এ দেখতে পাওয়ার অর্থ, Redmi 10C ও Poco C4 এ দেশে শীঘ্রই আত্মপ্রকাশ করতে পারে। যদিও তার দিনক্ষণ অজানা।

উল্লেখ্য, ভারতের Redmi 10C-এর মডেল নম্বর 220333QBI। এটি MediaTek-এর প্রসেসরের সঙ্গে আসবে। এছাড়া, আগের একটি রিপোর্ট অনুযায়ী, Redmi 10C-এ দেখা যেতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি (Samsung ISOCELL S5KJN1) + ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স + ২ মেগাপিক্সেল সেন্সর (OmniVision)।

আবার তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিআইএস-এর লিস্টিংয়ে Poco C4-এর মডেল নম্বরও এক। অনুমান, এটি Redmi 10C-এর রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে দেশের বাজারে বিক্রি করা হবে। ঘটনাচক্রে, এর আগেও রেডমি-র ফোনের রিব্যাজড মডেল হিসেবে এখানে পোকো ব্র্যান্ডের হ্যান্ডসেট বিক্রি হয়েছে।

ক্যামেরা ডিপার্টমেন্টে Redmi 10C ও Poco C4 উন্নীত হতে চলেছে বলেই ধারনা। কারণ এদের প্রিডিসেসর Redmi 9C ও Poco C3 ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ এলেও প্রাইমারি সেন্সরটি ছিল ১৩ মেগাপিক্সেল। সে দিক থেকে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর খাতায়-কলমে নিশ্চিতভাবে একটা বড় আপগ্রেড।