১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ আজ লঞ্চ হচ্ছে Redmi 13 5G, দাম থাকবে ১৫ হাজার টাকার কম
টেক জায়ান্ট শাওমির পরবর্তী বাজেট স্মার্টফোন, রেডমি ১৩ ৫জি আজ ৯ জুলাই, ২০২৪ লঞ্চ হতে চলেছে। হ্যান্ডসেটটি রেডমি ১২ ৫জি এর...টেক জায়ান্ট শাওমির পরবর্তী বাজেট স্মার্টফোন, রেডমি ১৩ ৫জি আজ ৯ জুলাই, ২০২৪ লঞ্চ হতে চলেছে। হ্যান্ডসেটটি রেডমি ১২ ৫জি এর উত্তরসূরি হিসাবে আসবে। এতে থাকবে ক্রিস্টাল গ্লাস ডিজাইন, যা বাজেট ফোন ক্রেতাদের প্রিমিয়াম অভিজ্ঞতা দেবে। লঞ্চের পরে, রেডমি ১৩ ৫জি ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে কেনা যাবে।
অফিসিয়াল লঞ্চের আগে, এই হ্যান্ডসেটের কয়েকটি প্রধান ফিচার ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। জানা গেছে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সহ একটি ৫,০৩০ এমএএইচ ব্যাটারি, পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। আসুন রেডমি ১৩ ৫জি এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
রেডমি ১৩ ৫জি এর ভারতে দাম (সম্ভাব্য)
শাওমি এখনও রেডমি ১৩ ৫জি এর সঠিক দাম নিশ্চিত করেনি, তবে সম্ভবত ভারতে ফোনটির দাম ১৫,০০০ টাকার কম রাখা হবে।
রেডমি ১৩ ৫জি এর ফিচার ও স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
ডিজাইন: রেডমি ১৩ ৫জি এর রিয়ার প্যানেলে অত্যাশ্চর্য গ্লাস কভার থাকবে, যা এটিকে একটি প্রিমিয়াম ফোন করে তুলবে। ডিভাইসটির ব্যাক প্যানেলের উপরের বাম দিকে একটি রিং লাইট লাগানো ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে।
ডিসপ্লে: রেডমি ১৩ ৫জি ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ একটি ৬.৬৭-ইঞ্চি ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে এইচডিআর১০+ সাপোর্ট করবে এবং এর রেজোলিউশন ২৪০০ x ১০৮০ পিক্সেল। ডিসপ্লের সুরক্ষার জন্য থাকবে কর্নিং গরিলা গ্লাস ৩ এসই।
পারফরম্যান্স: রেডমি ১৩ ৫জি ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে। এটি শাওমির হাইপারওএসের কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরা: রেডমি ১৩ ৫জি ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। প্রাইমারি ক্যামেরা হবে ১০৮ মেগাপিক্সেল সেন্সর এবং সেকেন্ডারি ক্যামেরা হবে ২ মেগাপিক্সেল। সেলফির জন্য ডিভাইসটিতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরাও থাকবে।
ব্যাটারি: রেডমি ১৩ ৫জি হ্যান্ডসেটে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ শক্তিশালী ৫,০৩০ এমএএইচ ব্যাটারি থাকবে।