Redmi 8A এবং Redmi 8 ফোনে চলে এল MIUI 12 আপডেট

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi এবার তাদের বাজেট ফোনগুলির জন্য MIUI 12 আপডেট রোল আউট করতে শুরু করলো। কয়েকদিন আগে থেকেই ভারতীয় Redmi 7A ইউজাররা এমআইইউআই ১২…

চীনা স্মার্টফোন কোম্পানি Xiaomi এবার তাদের বাজেট ফোনগুলির জন্য MIUI 12 আপডেট রোল আউট করতে শুরু করলো। কয়েকদিন আগে থেকেই ভারতীয় Redmi 7A ইউজাররা এমআইইউআই ১২ আপডেট পেতে শুরু করেছে। এবার Redmi 8A এবং Redmi 8 ফোন দুটিও MIUI 12 পেতে শুরু করলো। যদিও এখনও রেডমি ইন্ডিয়ার ফোরামে এই আপডেটের কথা জানানো হয়নি। তবে কোম্পানির গ্লোবাল ফোরামে Redmi 8A এবং Redmi 8 ইউজাররা MIUI 12 আপডেটের কথা জানিয়েছেন।

Redmi 8A এর চীনা ভার্সনে নতুন আপডেটের বিল্ড নম্বর – V12.0.1.0.QCPCNXM এবং ইউরোপিয়ন অঞ্চলের বিল্ড নম্বর V12.0.1.0.QCPEUXM। এদিকে Redmi 8 এর গ্লোবাল ভ্যারিয়েন্টের এই আপডেটের বিল্ড নম্বর – V12.0.1.0.QCNMIXM। আবার এর ইউরোপ ও রাশিয়ার বিল্ড নম্বর যথাক্রমে – V12.0.1.0.QCNEUXM ও V12.0.1.0.QCNRUXM।

আশা করা যায় ভারতেও এই আপডেট শীঘ্রই চলে আসবে। আপাতত রেডমি ৮এ এবং রেডমি ৮ এর এই আপডেট স্টেবল বিটা ফেজে আছে। জানিয়ে রাখি এই দুটি ফোন Android 11 আপডেট পাবে না। তবে এতে পরবর্তী আপডেট হিসাবে MIUI 12 এর পর MIUI 12.5 আসবে বলে মনে হচ্ছে।

Redmi 8A এবং Redmi 8 ফোনটি অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড MIUI 10 ইন্টারফেসের সাথে লঞ্চ হয়েছিল। এরপর এতে অ্যান্ড্রয়েড ১০ ও MIUI 11 আপডেট আসে। এবার ফোনটি MIUI 12 আপডেট পেতে শুরু করলো। ভারতে রেডমি ৮ এর দাম শুরু হয়েছে ৭,৯৯৯ টাকা থেকে। আবার ৬,৯৯৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে রেডমি ৮এ।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *