৪ আগস্ট ভারতে আসছে Redmi 9, সস্তায় কোয়াড ক্যামেরার সাথে ৫০২০ mAh ব্যাটারি

কয়েকদিন আগেই গ্লোবাল মার্কেটে Xiaomi লঞ্চ করেছিল Redmi 9, Redmi 9C ও Redmi 9A। এরমধ্যে রেডমি ৯ কে কোম্পানি এবার ভারতে আনছে। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon…

কয়েকদিন আগেই গ্লোবাল মার্কেটে Xiaomi লঞ্চ করেছিল Redmi 9, Redmi 9C ও Redmi 9A। এরমধ্যে রেডমি ৯ কে কোম্পানি এবার ভারতে আনছে। ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon থেকে একটি টিজার পোস্ট করে এই ফোনের লঞ্চের কথা জানানো হয়েছে। এছাড়াও Redmi India থেকে টুইট করেও এই খবর জানানো হয়েছে। Redmi 9 ফোনটি আগামী ৪ আগস্ট ভারতে আসছে। আগামী ৬ আগস্ট অ্যামাজনে অনুষ্ঠিত হতে চলা Prime Day sale এ এই ফোনটির সেল শুরু হবে। রেডমি ৯ এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে  ৫,০২০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর ও কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

Redmi 9 দাম:

দামের কথা বলতে গেলে গ্লোবাল মার্কেটে রেডমি ৯ এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম প্রায় ১০,০০০ টাকা। আবার ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম প্রায় ১২,৬৫০ টাকা। এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজও লঞ্চ করা হয়েছে, যার দাম প্রায় ১৪,৬০০ টাকা। 

Redmi 9 স্পেসিফিকেশন:

রেডমি ৯ এর ফিচারের কথা বললে এটি ওয়াটারড্রপ নচ ডিজাইন সহ ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডি প্যানেলের সাথে এসেছে। যার রেজুলেশন ১০৮০x২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। এই ফোনে হালকা বেজেল উপলব্ধ এবং ডিসপ্লের প্রটেকশনের জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৩। রেডমি ৯ ফোনে পাবেন মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টা কোর প্রসেসর, ৪ জিবি পর্যন্ত র‌্যাম ও ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটি ১৮ ওয়াট কুইক চার্জার ৩.০ সাপোর্টের সাথে শক্তিশালী ৫,০২০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। যদিও বক্সের মধ্যে ১০ ওয়াট ফাস্ট চার্জার উপলব্ধ। চার্জিংয়ের জন্য এখানে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট।

রেডমি ৯ ফোনে কোম্পানি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে। যার প্রাইমারি ক্যামেরা এফ/২.২ অ্যাপারচার সহ ১৩ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। পিছনের ক্যামেরা দিয়ে ৩০ এফপিএস এ ১০৮০পি ভিডিও রেকর্ড করা যাবে। এছাড়াও পোর্ট্রেট মোড, ওয়াইড এঙ্গেল মোড প্রভৃতি উপলব্ধ। ভিডিও কল ও সেলফির জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে।