প্রথমে সেলে ৩ লক্ষ বিক্রি ছাড়ালো Redmi Note 9 সিরিজের, ভারতে আসছে Redmi 9 Power ও Mi 10i নামে

গত সপ্তাহেই চীনে লঞ্চ হয়েছিল Redmi Note 9 সিরিজের তিনটি ফোন- Redmi Note 9 5G, Redmi Note 9 Pro 5G, এবং Redmi Note 9 4G।…

গত সপ্তাহেই চীনে লঞ্চ হয়েছিল Redmi Note 9 সিরিজের তিনটি ফোন- Redmi Note 9 5G, Redmi Note 9 Pro 5G, এবং Redmi Note 9 4G। বিক্রির দিক থেকে এই রেডমি নোট ৯ সিরিজ ইতিমধ্যে রেকর্ডও গড়ে ফেলেছে। উইবোতে Xiaomi দাবি করেছে, মঙ্গলবার, ১ ডিসেম্বর কয়েক ঘন্টার অনলাইন সেলেই ৩ লক্ষেরও বেশী Redmi Note 9 সিরিজের ফোন বিক্রি হয়েছে। সুতারাং শাওমির ঘরোয়া মার্কেটে ফোনগুলি কতটা জনপ্রিয়তা লাভ করেছে তা ভালমতো আন্দাজ করা যায়। এই সিরিজের দুটি ফোন Redmi Note 9 4G ও Redmi Note 9 Pro 5G কিন্তু ভারতেও আসতে চলেছে। জল্পনা সত্যি হলে Redmi Note 9 4G রিব্রান্ডেড হয়ে আসবে Redmi 9 Power নামে এবং Redmi Note 9 Pro 5G এর রিব্রান্ডেড ভার্সন হবে Mi 10i।

সম্প্রতি এই দুটি ফোনকে গুগল প্লে কনসোলেও দেখা গিয়েছিল। এবার টিপস্টার ইশান আগরওয়ালের সৌজন্যে 91mobiles-এ ভারতে লঞ্চ হতে চলা Redmi 9 Power ও Mi 10i এর স্টোরেজ অপশান ও কালার ভ্যারিয়েন্ট সর্ম্পকিত তথ্য প্রকাশ করা হয়েছে।

ভারতে Redmi 9 Power ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। এটি গ্রীন, ব্লু, এবং ব্ল্যাক কালার অপশনে আসবে। অন্যদিকে Mi 10i ফোনটি ভারতে ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। Mi 10i গ্রেডিয়েন্ট অরেঞ্জ/ব্লু হিউ, ব্ল্যাক, ও ব্লু রঙে পাওয়া যাবে।

উল্লেখ্য, Redmi 9 Power ফোনটি গুগল প্লে কনসোলে M2010J19SI মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত আছে। চীনে সদ্য লঞ্চ হওয়া Redmi Note 9 4G ফোনেরও একই মডেল নম্বর ছিল। অপরদিকে Mi 10i ফোনটিকে আবার gauguininpro কোডনেমের সাথে গুগল প্লে কনসোলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কোডনেমটি চীনে লঞ্চ হওয়া Redmi Note 9 Pro 5G এর জন্যও ব্যবহার করা হয়েছিল।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন