৭ দিনে ১ লক্ষ Redmi Earbuds S বিক্রি করে তাক লাগলো শাওমি

গত সপ্তাহেই ভারতে লঞ্চ হয়েছিল Redmi Earbuds S। ভারতে এই ওয়্যারলেস ইয়ারফোনটি সেলে মাধ্যমে কেনা যাচ্ছে। কোম্পানির তরফে জানানো হয়েছে রেডমি ইয়ারবাডস গত ৭ দিনে…

গত সপ্তাহেই ভারতে লঞ্চ হয়েছিল Redmi Earbuds S। ভারতে এই ওয়্যারলেস ইয়ারফোনটি সেলে মাধ্যমে কেনা যাচ্ছে। কোম্পানির তরফে জানানো হয়েছে রেডমি ইয়ারবাডস গত ৭ দিনে ১,০০,০০০ ইউনিট বিক্রি হয়েছে। কোম্পানির ইন্ডিয়ার সিইও মানু কুমার জৈন জানিয়েছেন, গ্লোবাল মার্কেটে মোট বিক্রি হওয়া ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের ১৫ শতাংশ শাওমির। এথেকে পরিষ্কার মানুষ শাওমির অডিও প্রোডাক্ট পছন্দ করতে শুরু করেছে। Redmi Earbuds S কালো রঙে পাওয়া যাবে।

ভারতে নতুন এই রেডমি ইয়ারবাডস এর দাম রাখা হয়েছে ১,৭৯৯ টাকা। লঞ্চ অফার হিসাবে এই ওয়্যারলেস ইয়ারফোনের উপর একাধিক অফার পাওয়া যাবে। Amazon Pay Upi ব্যবহার করলে ৫০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। আবার Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৫ শতাংশ ছাড় মিলবে।

Redmi Earbuds S এর ফিচারের কথা বললে এতে অটোমেটিক সেকেন্ড কানেকশন, ডেডিকেটেড গেমিং মোড আছে। এতে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি দেওয়া হয়েছে। কোম্পানি রেডমি ইয়ারবাডস এস এ ৭ এনএম ড্রাইভার্স এর ব্যবহার করেছে। জল প্রতিরোধের জন্য এটি IPX4 রেটিং প্রাপ্ত। এর একটি হেডসেটের ওজন ৪.১ গ্রাম। এই ইয়ারবাডসে SBC কোডেক সাপোর্ট আছে। স্মার্টফোনে গেমিংয়ের সময় এর লো ল্যাটেন্সি খুব কার্যকরী। কোম্পানি দাবি করেছে এটি একবার চার্জে ৪ ঘন্টা মিউজিক শুনতে দেবে, আবার চার্জিং কেসের মাধ্যমে এই ব্যাকআপ ১২ ঘণ্টা পর্যন্ত বাড়ানো যাবে।

রেডমি ইয়ারবাডস এস এ Realtek RTL8763BFR ব্লুটুথ চিপের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, এনভায়রনমেন্টাল নয়েস রিডাকশন এর সাপোর্ট ও পাওয়া যাবে। এটি কোম্পানি এবং ভারতে পাওয়া সবচেয়ে কমদামি ট্রু ওয়্যারলেস ইয়ারফোনের মধ্যে একটি। এটি বোট, নয়েজ সহ বিভিন্ন কোম্পানির ওয়্যারলেস ইয়ারফোনকে টেক্কা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *