২ হাজার টাকা ছাড়ে কিনতে পারবেন Redmi K20 Pro, সীমিত সময়ের অফার

সদ্য অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১২ আপডেট পেয়েছে Redmi K20 Pro। এরপরেই আজ কোম্পানি ফোনটির দাম কমিয়ে দিল। শাওমি...
techgup 8 July 2020 9:56 PM IST

সদ্য অ্যান্ড্রয়েড ১০ বেসড এমআইইউআই ১২ আপডেট পেয়েছে Redmi K20 Pro। এরপরেই আজ কোম্পানি ফোনটির দাম কমিয়ে দিল। শাওমি ইন্ডিয়ার সিইও মানু কুমার জৈন আজ টুইট করে রেডমি কে ২০ প্রো এর দাম কমানোর কথা জানান। যদিও এটি সীমিত সময়ের অফার। আগামী ১৩ জুলাই পর্যন্ত এই ফোনটি ২,০০০ টাকা ছাড়ে পাওয়া যাবে। কোম্পানি এই অফার কেবল ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের উপর এনেছে। অন্যান্য ভ্যারিয়েন্ট আগের দামেই কেনা যাবে।

Redmi K20 Pro এর উপর লিমিটেড পিরিয়ড অফার :

শাওমির সীমিত সময়ের এই অফারে Redmi K20 Pro ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ভ্যারিয়েন্টের আগে দাম ছিল ২৬,৯৯৯ টাকা। নতুন দামে আপনি ফোনটি Mi.com, Flipkart ও Amazon থেকে কিনতে পারবেন। তবে মনে রাখবেন এই অফার ১৩ জুলাই পর্যন্ত উপলব্ধ। যদিও এর ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ২৯,৯৯৯ টাকায় সাইটে অন্তর্ভুক্ত আছে।

https://twitter.com/manukumarjain/status/1280828028176613376

Redmi K20 Pro স্পেসিফিকেশন:

Redmi K20 Pro ফোনে ৬.৩৯ ইঞ্চি এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। যার আসপেক্ট রেশিও ১৯.৫:৯ এবং স্ক্রিন রেজল্যুশন ১০৮০ x ২৩৪০ পিক্সেল। এছাড়াও এতে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ আছে। আবার গ্রাফিক্সের জন্য এড্রেনো ৬৪০ ও পাওয়া যাবে।

ক্যামেরার কথা বললে Redmi K20 Pro ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল IMX586 সেন্সির, সেকেন্ডারি ক্যামেরা আলট্রা ওয়াইড সেন্সরের সাথে ১৩ মেগাপিক্সেল। এছাড়াও 8 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে এই ফোন লো লাইট ফোটোগ্রাফি ও ৯০ এফপিএস এ স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে। সামনের ক্যামেরার কথা বললে এই ফোনে ২০ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোড় ফটো নেওয়ার জন্য AI এর সাহায্য নেওয়া হয়েছে।

Show Full Article
Next Story
Share it