Snapdragon 870 প্রসেসরের দুর্দান্ত ফোন আরও সস্তা, Redmi K40S-এর দাম কমে এখন 23 হাজারের নীচে
গত মার্চে Redmi K50 ফ্ল্যাগশিপ সিরিজের সঙ্গে Redmi K40S স্মার্টফোন চীনে লঞ্চ করেছিল শাওমি। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি গত...গত মার্চে Redmi K50 ফ্ল্যাগশিপ সিরিজের সঙ্গে Redmi K40S স্মার্টফোন চীনে লঞ্চ করেছিল শাওমি। নাম শুনেই বোঝা যাচ্ছে, এটি গত বছর আত্মপ্রকাশ করা Redmi K40-এর নতুন ভ্যারিয়েন্ট। সাশ্রয়ী দামে Redmi K40S-এর প্রিমিয়াম ফিচার ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলেছে। এবার গ্রাহকদের আরও সাধ্যের মধ্যে আনতে ডিভাইসটির দাম কমানোর ঘোষণা হল।
Redmi K40S নতুন দাম
রেডমি কে৪০ এস-এর বেস ভ্যারিয়েন্ট ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। ৫০ ইউয়ান কমে এখন সেটির দাম দাঁড়িয়েছে ১,৯৪৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২২,৫৫৯ টাকার সমান। একই ভাবে হ্যান্ডসেটটির ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনের দাম ২৫ ইউয়ান কমেছে। বর্তমানে রেডমি কে৪০ এস-এর ওই মেমরি ভার্সনগুলি যথাক্রমে ২,১৪৯ ইউয়ান (প্রায় ২৪,৮৭৪ টাকা) ও ১,৯৪৯ ইউয়ান (প্রায় ২৭,১৮৯ টাকা) মূল্যে পাওয়া যাবে।
Redmi K40S স্পেসিফিকেশন
রেডমি কে৪০এস স্মার্টফোনে রয়েছে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর দ্বারা পরিচালিত। পাওয়ার ব্যাকআপের জন্য ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এতে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
এছাড়া, ফটোগ্রাফির জন্য রেডমি কে৪০ এস-এর ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা আছে - ওআইএস প্রযুক্তি ও এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল (Sony IMX582) প্রাইমারি সেন্সর, ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। উল্লেখ্য, Redmi K40S গ্লোবাল মার্কেটে Poco F4 ব্র্যান্ডিংয়ের সাথে আসবে বলে জল্পনা রয়েছে।