Redmi K50 Gaming Edition 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, পেল 3C-এর ছাড়পত্র

রেডমি খুব সম্ভবত আগামী মাসেই Redmi K50 সিরিজের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে৷ বিভিন্ন মহল থেকে আসা খবর অনুযায়ী, Redmi K50...
SHUVRO 1 Jan 2022 6:45 PM IST

রেডমি খুব সম্ভবত আগামী মাসেই Redmi K50 সিরিজের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে৷ বিভিন্ন মহল থেকে আসা খবর অনুযায়ী, Redmi K50 সিরিজে একটি গেমিং এডিশন হ্যান্ডসেট আসতে চলেছে৷ ইতিমধ্যেই জানা গিয়েছে Redmi K50 Gaming Edition-এর মডেল নম্বর 21121210C (চীনা ভ্যারিয়েন্ট)৷ এটি খুব সম্প্রতি CMIT কর্তৃপক্ষের থেকে ছাড়পত্র পেয়েছিল। Redmi K50 Gaming (21121210C) এবার 3C কর্তৃপক্ষের অনুমোদন লাভ করেছে৷

3C সার্টিফিকেশন পোর্টালের লিস্টিং অনুযায়ী, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং-সহ আসবে Redmi K50 Gaming Edition৷ প্রসঙ্গত, জনপ্রিয় চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ওয়েইবো পোস্ট মারফত এতে ১২০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিংয়ের সমর্থন থাকার বিষয়টি আগেই কনফার্ম করেছিল৷

টিপস্টারের দাবি ছিল, Redmi K50 Gaming Edition-এ MediaTek Dimensity 9000 প্রসেসর দেওয়া হবে, যা TSMC-এর ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন তৈরি৷ Redmi K50 Gaming এডিশনে ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। ফোনের ডান দিকে মেকানিক্যাল শোল্ডার বাটন দেওয়া হবে। এক কথায়, Redmi K50 Gaming এডিশন হাই-পারফরম্যান্স গেমিং এক্সপেরিয়েন্স দেবেই বলে ধারণা৷

এছাড়া Redmi K50 Gaming Edition ফোনে ১২০ হার্টজ অথবা ১৪৪ হার্টজ ডিসপ্লে, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৬৪ মেগাপিক্সেল + ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷

Show Full Article
Next Story