Redmi K50 ও K50 Pro প্রথম সেলেই ঝড় তুলল, পাঁচ মিনিটের মধ্যেই বিক্রি হল তিন লক্ষের বেশি

Redmi K50, Redmi K50 Pro ও Redmi K40S গত সপ্তাহে লঞ্চ হয়েছে। সংস্থার K সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতো এগুলিও দুর্দান্ত সব স্পেসিফিকেশনের সাথে এসেছে। এদিন…

Redmi K50, Redmi K50 Pro ও Redmi K40S গত সপ্তাহে লঞ্চ হয়েছে। সংস্থার K সিরিজের অন্যান্য স্মার্টফোনের মতো এগুলিও দুর্দান্ত সব স্পেসিফিকেশনের সাথে এসেছে। এদিন Redmi K50 এবং Redmi K50 Pro ফ্ল্যাগশিপের প্রথম সেল আয়োজিত হয়েছিল৷ আর আত্মপ্রকাশেই কামাল দেখাল ফোন দু’টি। রেডমির দাবি, মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফোনগুলির ৩.৩৩,০০০ ইউনিট বেচেছে তারা।

Redmi K50 ও K50 Pro দাম

চীনে রেডমি কে৫০ ফোনের দাম শুরু হয়েছে ২,৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,৭০০ টাকা) থেকে। এই মূল্য ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের‌। অন্য দিকে, ডিভাইসটির ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩১,১০০ টাকা) ও ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৩,৫০০ টাকা)।

রেডমি কে৫০ প্রো মডেলটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও‌ ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ। দাম যথাক্রমে ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৫,৯০০ টাকা), ৩২,৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৫০০ টাকা), ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪৩,১০০ টাকা) ও ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৯০০ টাকা)‌।

Redmi K50 ও K50 Pro স্পেসিফিকেশন

প্রসেসর, ব্যাটারি ক্যাপাসিটি, ফাস্ট চার্জিং, এবং মেইন ক্যামেরার ক্ষেত্রে রেডমি কে৫০ ও কে৫০-এর মধ্যে পার্থক্য রয়েছে‌। রেডমি কে৫০ ডাইমেনসিটি ৮১০০ চিপসেট, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং, ৫,৫০০ এমএএইচ ব্যাটারি, এবং ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে এসেছে। অন্য দিকে, আরও অ্যাডভান্সড কে৫০ প্রো-তে ডাইমেনসিটি ৯০০০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং, এবং ওআইএস-সহ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

এছাড়া, ফোন দু’টিতে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি কিউ-এইচডি+ ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে, ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং অ্যান্ড্রয়েড ১২ নির্ভর এমআইইউআই ১৩।