Redmi K50 Pro+ আসছে Dimensity 9000 প্রসেসরের সাথে, কবে লঞ্চ হবে জেনে নিন

চীনা ব্র্যান্ড রেডমি তাদের আসন্ন Redmi K50 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে৷ এই সিরিজের অধীনে মোট চারটি ডিভাইস বাজারে আত্মপ্রকাশ করবে…

চীনা ব্র্যান্ড রেডমি তাদের আসন্ন Redmi K50 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটি লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে৷ এই সিরিজের অধীনে মোট চারটি ডিভাইস বাজারে আত্মপ্রকাশ করবে এবং প্রত্যেকটি মডেলেই ভিন্ন ভিন্ন প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে। এই আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি হল- Redmi K50, K50 Pro, K50 Pro+ এবং K50 Gaming Edition। এগুলি যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০০০, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হবে। শুধু ফোনগুলির প্রসেসরই নয়, এর পাশাপাশি বিভিন্ন রিপোর্ট থেকে আসন্ন সিরিজটি সম্পর্কে একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। যেমন জানা গেছে, এই সিরিজের প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে পা রাখবে হাই-এন্ড Redmi K50 Gaming Edition স্মার্টফোনটি। এখন এবার নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গেমিং সংস্করণের পর Redmi K50 Pro+ মডেলটি বাজারে লঞ্চ করবে সংস্থা।

Redmi K50 Gaming Edition ফোনের পরেই লঞ্চ হবে Redmi K50 Pro+ মডেলটি

স্প্যারোসনিউজ (SparosNews)- এর এই নতুন রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং (Lu Weibing) চিনা মাইক্রোব্লগিং সাইট Weibo-তে পোস্ট করে সংস্থার পরবর্তী ফ্ল্যাগশিপ লাইনআপের ডিভাইসগুলি লঞ্চ করার জন্য প্রেস কনফারেন্সটির বিষয়ে জানিয়েছেন। তার পোস্টের কমেন্ট সেকশনে, এক ওয়েইবো ব্যবহারকারী জিজ্ঞাসা করেছিলেন, চীনা সংস্থাটি কবে রেডমি কে৫০ সিরিজের ডাইমেনসিটি ৯০০০ ভ্যারিয়েন্টটি উন্মোচন করবে, যার উত্তরে লু ওয়েইবিং বলেন এই মডেলটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ যুক্ত মডেলের কিছু পরেই আত্মপ্রকাশ করবে।

এই প্রসঙ্গে জানাই, একটি সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রেডমি কে৫০ গেমিং এডিশনটি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটের সাথে আসবে এবং রেডমি কে৫০ প্রো প্লাস ফোনে ব্যবহার করা হবে অপ্রকাশিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্রসেসরটি। সুতরাং রেডমি কে৫০ গেমিং এডিশন প্রকৃতপক্ষে রেডমি কে৫০ প্রো প্লাসের আগে লঞ্চ হবে এবং ডিভাইসটি কে৫০ লাইনআপের অধীনে আসা প্রথম ফোন হতে পারে।

রেডমি কে৫০ গেমিং এডিশন- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi K50 Gaming Edition Expected Specifications)

রিপোর্টে অনুযায়ী, রেডমি কে৫০ গেমিং এডিশন স্মার্টফোনে থাকবে ৬.৬৭ ইঞ্চির এইচডি+ OLED কার্ভড এজ ডিসপ্লে এবং স্ক্রিনের ওপর সুরক্ষার জন্য দেওয়া হবে গরিলা গ্লাস ভিক্টাস।

ফটোগ্রাফির জন্য, Redmi K50 Gaming Edition ফোনের ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি) + ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল সেন্সর যুক্ত ট্রিপল ক্যামেরা ইউনিট থাকবে। এছাড়া সেলফি ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।

পারফরম্যান্সের জন্য আসন্ন Redmi K50 Gaming Edition ফোনে ডুয়েল ভিসি লিকুইড কুলিং সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে, যা গেমিংয়ের সময় কম তাপমাত্রা বজায় রাখার জন্য একটি প্রিমিয়াম হিট-ডিসিপেশন সিস্টেম হিসেবে কাজ করে। পাওয়ার ব্যাকআপের এই ফোনে ১৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। সংস্থা দাবি করেছে, এই চার্জিং সাপোর্টের মাধ্যমে মাত্র ১৭ মিনিটের মধ্যেই ফোনের ব্যাটারি শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ পূরণ করতে পারে। এছাড়াও এই নতুন রেডমি ফোনে গেমিং শোল্ডার ট্রিগার কী এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। Redmi K50 Gaming Edition ফোনের পরিমাপ ১৬২ x ৭৬.৮ x ৮.৪৫ মিলিমিটার এবং ওজন ২১০ গ্রাম হবে।

উল্লেখ্য, রেডমি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে Redmi K50 সিরিজটি এবছর ফেব্রুয়ারিতেই আত্মপ্রকাশ করবে। এবং লু ওয়েইবিং-এর সাম্প্রতিক ওয়েইবো পোস্ট অনুযায়ী, চীনা নববর্ষের পরে অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বহু প্রতীক্ষিত সিরিজটি লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।