Redmi K50 Pro নতুন ডিজাইন সহ বাজারে আসছে, ফাঁস হল দাম

Redmi K50 সিরিজটি নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা তুঙ্গে। সম্প্রতি এই সিরিজে অন্তর্ভুক্ত Redmi K50 Gaming Edition ও Redmi K50 AMG F1 Champion Edition…

Redmi K50 সিরিজটি নিয়ে গত কয়েক মাস ধরেই জল্পনা তুঙ্গে। সম্প্রতি এই সিরিজে অন্তর্ভুক্ত Redmi K50 Gaming Edition ও Redmi K50 AMG F1 Champion Edition মডেলগুলি দুর্দান্ত ডিজাইন সহ লঞ্চ হয়েছে। আর এখন একটি রিপোর্টের মাধ্যমে Redmi K50 Pro-এর দাম, রেন্ডার এবং প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশিত হয়েছে। রেন্ডারগুলি রেডমির আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইনটি প্রকাশ করেছে। রেন্ডার থেকে অনুমান করা যায়, Redmi K50 Pro মডেলটি Redmi K50 Gaming Edition-এর থেকে ভিন্ন ডিজাইন সহ বাজারে আসবে। এছাড়াও জানা যাচ্ছে, এই আপকামিং ডিভাইসে ৬.৬ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে।

রেডমি কে ৫০ প্রো- এর সম্ভাব্য দাম, লভ্যতা ও ডিজাইন (Redmi K50 Pro Expected Price, Availability and Design)

টেক সাইট Zoutons টিপস্টার স্টিভ হ্যামারস্টফার এর (Steve Hemmerstoffer) সহযোগিতায় একটি রিপোর্টে প্রকাশ করেছে যে, রেডমি কে৫০ প্রো-এর বেস মডেলের দাম ১,১১২ দিরহাম (আনুমানিক ২২,৬০০ টাকা) রাখা হতে পারে এবং চলতি বছরের মাঝামাঝি সময়ে রেডমি এই স্মার্টফোনটি বাজারে লঞ্চ করতে পারে।

এছাড়া এই রিপোর্টে, রেডমি কে৫০ প্রো-এর কম্পিউটার-এডেড ডিজাইন (CAD)- এর রেন্ডারও শেয়ার করা হয়েছে। রেন্ডার অনুযায়ী, এই ডিভাইসের ব্যাক প্যানেল একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলের মধ্যে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে এবং এর বাইরে একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। আবার ফোনের সামনে ফ্ল্যাট ডিসপ্লের ওপরের দিকে মাঝ বরাবর ফ্রন্ট ক্যামেরা রাখার জন্য পাঞ্চ-হোল কাটআউটটি দেখতে পাওয়া যাবে। আসন্ন রেডমি কে৫০ প্রো ফোনের তিনদিকে পাতলা বেজেল থাকবে, তবে নীচের বেজেলটি সামান্য পুরু হবে। পাওয়ার বাটন এবং ভলিউম রকারগুলি ডানদিকে দেওয়া হবে। আর মডেলটির নিম্নাংশে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল পাওয়া যাবে।

রেডমি কে ৫০ প্রো- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi K50 Pro Expected Specifications)

রিপোর্ট অনুযায়ী, রেডমি কে ৫০ প্রো-এ ৬.৬ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এই আপকামিং ডিভাইসে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরটি ব্যবহার করা হবে এবং এটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে। রেডমি কে ৫০ প্রো অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই (MIUI) কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য, Redmi K50 Pro হ্যান্ডসেটটির ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে। এর পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৭০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে।

Redmi K50 Pro-এর কানেক্টিভিটি অপশন এবং অনবোর্ড সেন্সর সম্পর্কে এখনও কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। তবে, অনুমান করা যায় যে, স্মার্টফোনটি ৫জি সংযোগ সহ আসবে। এই আসন্ন হ্যান্ডসেটটির পরিমাপ ১৬৩.২x৭৬.২x৮.৭ মিমি হবে বলে মনে করা হচ্ছে।