Redmi K50: বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচারের সাথে আসছে রেডমি কে৫০

আগামী ১৭ মার্চ চীনের বাজরে পা রাখতে চলেছে বহুল আলোচিত Redmi K50 স্মার্টফোন সিরিজটি। এই সিরিজে অন্তর্ভুক্ত থাকবে Redmi...
Ananya Sarkar 14 March 2022 10:07 AM IST

আগামী ১৭ মার্চ চীনের বাজরে পা রাখতে চলেছে বহুল আলোচিত Redmi K50 স্মার্টফোন সিরিজটি। এই সিরিজে অন্তর্ভুক্ত থাকবে Redmi K50, K50 Pro, K50 Pro+ এবং K50 Gaming Edition - এই চারটি স্মার্টফোন। তারমধ্যে Redmi K50G/ Gaming Edition মডেলটি গত মাসেই চীনের বাজারে আত্মপ্রকাশ করেছে। আবার আগামী ১৭ মার্চ বাকি মডেল তিনটি ভিন্ন ভিন্ন প্রসেসর সহ লঞ্চ হবে বলে জানা গেছে। আর এবার আসন্ন লঞ্চের আগে রেডমি এই সিরিজটি সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে। চীনা ব্র্যান্ডটি একটি টিজার প্রকাশ করে নিশ্চিত করেছে যে, আসন্ন Redmi K50 সিরিজের ডিভাইসগুলির মাধ্যমে তারাই সর্বপ্রথম লেটেস্ট ব্লুটুথ ৫.৩ (Bluetooth 5.3)-এর সাপোর্ট অফার করবে।

Redmi K50 সিরিজে থাকবে Bluetooth 5.3 সাপোর্ট

কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, রেডমি কে৫০ সিরিজে ব্যবহৃত ব্লুটুথ ৫.৩ সাপোর্ট লেটেন্সি কম করবে, গেমিংয়ের জন্য আরও ভাল অপ্টিমাইজেশন প্রদান করবে, কম শক্তি খরচ করবে এবং এতে আরও শক্তিশালী অ্যান্টি-ইন্টারফেরেন্স-এর ক্ষমতা থাকবে। রেডমি কে৫০ সিরিজটি ইতিমধ্যেই নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ হাই-এন্ড চিপসেটের সাথে প্রথম বাজারে পা রাখতে চলেছে। জানা গেছে এই লাইনআপের 'প্রো' মডেলে মিডিয়াটেকের এই প্রসেসরটি ব্যবহার করা হবে। আবার প্রথমবারের জন্য ব্লুটুথ ৫.৩- এর সংযোজন যে, এই সিরিজের ফোনগুলির প্রতি স্মার্টফোন অনুরাগীদের আগ্রহ আরও বৃদ্ধি করবে তা বলাই বাহুল্য।

এছাড়া, রেডমি এর আগেও জানিয়েছিল যে, অলিভাইন মেটিওরাইট দ্বারা অনুপ্রাণিত হয়ে মহাবিশ্বের সৌন্দর্যকে পুনরুদ্ধার করতে একটি নতুন 'ন্যানো-মাইক্রোক্রিস্টালাইন প্রক্রিয়া' আপকামিং Redmi K50 সিরিজে ব্যবহার করা হবে, যা ডিভাইসগুলির ব্যাক কভারে উপস্থিত থাকবে।

আগেই বলেছি Redmi K50 সিরিজে চারটি মডেল থাকবে, যথা- Redmi K50, Redmi K50 Pro, এবং Redmi K50 Pro+, এবং Redmi K50 Gaming Edition, এই চার মডেলই চারটি ভিন্ন প্রসেসর সহ আসছে। এগুলি হল যথাক্রমে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০, এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১। এগুলির মধ্যে থেকে, বেঞ্চমার্কের স্কোরের ওপর ভিত্তি করে বলা যায় ডাইমেনসিটি ৯০০০ চিপসেটটি সবচেয়ে শক্তিশালী হবে।

Show Full Article
Next Story