Redmi K50 সিরিজে সম্পর্কে নতুন তথ্য, চারটে ফোনে থাকবে চার ধরনের প্রসেসর

গত বছরের Redmi K40 ফ্ল্যাগশিপ সিরিজের মতো এবারও Redmi K50 সিরিজ চারটি ভ্যারিয়েন্টে আসবে বলে মনে করা হচ্ছে – Redmi K50, Redmi K50 Pro, Redmi…

গত বছরের Redmi K40 ফ্ল্যাগশিপ সিরিজের মতো এবারও Redmi K50 সিরিজ চারটি ভ্যারিয়েন্টে আসবে বলে মনে করা হচ্ছে – Redmi K50, Redmi K50 Pro, Redmi K50 Pro+ এবং Redmi K50 Gaming Edition। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, ডিভাইসগুলির মডেল নম্বর যথাক্রমে 22021211RC, 220411211AC, 22011211C, এবং 21121210C। নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই সিরিজের প্রতিটি হ্যান্ডসেট আলাদা আলাদা ফ্ল্যাগশিপ প্রসেসরের সঙ্গে আসবে।

Why Lab-এর দাবি Redmi K50 সিরিজে Qualcomm ও MediaTek-এর দু’টো করে হাই-এন্ড প্রসেসর দেওয়া হবে। যেমন – Redmi K50 মডেলে Dimensity 8000 Redmi K50 Pro ভার্সনে Snapdragon 870, Redmi K50 Pro+ ভ্যারিয়েন্টে Dimensity 9000, এবং Redmi K50 Gaming এডিশনে Snapdragon 8 Gen 1 চিপসেট দেওয়া হবে।

উল্লেখ্য, Redmi K50 Gaming হালে ফোনগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত। এতে যেমন পাওয়ারফুল চিপসেট থাকবে, তেমনই AAC 1016 আল্ট্রা-ওয়াইডব্যান্ড এক্স-অ্যাক্সিস মোটরের সাথে আসবে ডিভাইসটি, যা বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সবচেয়ে শক্তিশালী ভাইব্রেশন মোটর হিসেবে পরিচিত।

আবার Redmi K50 Gaming Edition স্মার্টফোনে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন ও ডুয়াল ভেপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম থাকবে বলে জল্পনা শোনা যাচ্ছে। হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ৪,৭০০ এমএএইচ ব্যাটারি। যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন