Redmi K50 সিরিজে থাকবে 108MP ক্যামেরা সহ Snapdragon 8 সিরিজের প্রসেসর

Redmi K50 সিরিজ লঞ্চ করে ক্রেতাদের ফের একবার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে চলেছে Xiaomi। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে Redmi K40 সিরিজ আত্মপ্রকাশ করেছিল। এর ফলে…

Redmi K50 সিরিজ লঞ্চ করে ক্রেতাদের ফের একবার ফ্ল্যাগশিপ স্মার্টফোনের অভিজ্ঞতা দিতে চলেছে Xiaomi। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে Redmi K40 সিরিজ আত্মপ্রকাশ করেছিল। এর ফলে Redmi K50 (রেডমি কে৫০) সিরিজ সেই সময়ের মধ্যেই লঞ্চ করা হবে। এই সিরিজ সম্বন্ধীয় বেশ কিছু তথ্য এখন সামনে এসেছে।

এক চাইনিজ টিপস্টারের ইঙ্গিত, Redmi K50 সিরিজের ফোনের বিশেষ ফিচারগুলির মধ্যে থাকবে হাই-কোয়ালিটি কার্ভড এজ ডিসপ্লে, Snapdragon 8-সিরিজের প্রসেসর, বড় ব্যাটারি, ও ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

ফটোগ্রাফির জন্য এগুলিতে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। এছাড়া ফোনগুলি এক্স-অ্যাক্সিস মোটর, এবং JBL ডুয়েল স্টেরিও স্পিকারের সাথে আসবে। উল্লেখ্য, Redmi Note 11 সিরিজের জন্য JBL ও Xiaomi হাত মিলিয়েছিল। এখন আসন্ন Redmi K50, Redmi K50 Pro/K50 Pro+ ফোনগুলিতেও একই ব্র্যান্ডের স্পিকার দেওয়া হবে।

প্রসঙ্গত, Redmi K50 সিরিজ সম্পর্কে হালে আরও কয়েকটি তথ্য উঠে এসেছে। যেমন এই সিরিজের হ্যান্ডসেটে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। সে ক্ষেত্রে স্মার্টফোনগুলি অ্যামোলেড ডিসপ্লে প্যানেলের সাথে আসতে পারে। বেস মডেলে (Redmi K50) দেখা যেতে পারে Snapdragon 870 বা 888 প্রসেসর। অন্য দিকে, K50 Pro /K50 Pro+ ভ্যারিয়েন্ট Snapdragon 898 প্রসেসরের সাথে আসবে বলে মনে করা হচ্ছে।