Redmi K50i ফোনের সাথে বিনামূল্যে ৫ হাজার টাকার Xiaomi Smart Speaker, সীমিত সময়ের অফার

গত সপ্তাহেই ভারতের বাজারে পা রেখেছে রেডমির নয়া K-সিরিজের হ্যান্ডসেট, Redmi K50i। ফোনটি ১৪৪ হার্টজের ডিসপ্লে, ৬৪...
Ananya Sarkar 27 July 2022 5:09 PM IST

গত সপ্তাহেই ভারতের বাজারে পা রেখেছে রেডমির নয়া K-সিরিজের হ্যান্ডসেট, Redmi K50i। ফোনটি ১৪৪ হার্টজের ডিসপ্লে, ৬৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, MediaTek Dimensity 8100 অক্টা-কোর প্রসেসর এবং ৫,০৮০ এমএএইচ ব্যাটারি সহ ৩০,০০০ টাকার সেগমেন্টে লঞ্চ করা হয়েছে। বর্তমানে ডিভাইসটি দেশে বিভিন্ন অনলাইন এবং অফলাইন চ্যানেলগুলির মাধ্যমে কেনার জন্য উপলব্ধ রয়েছে। আপনি যদি এই ফোনটি কিনবেন বলে মনস্থির করেন তাহলে আপনার জন্য রয়েছে একটি বিশেষ অফার। সংস্থার ঘোষণা অনুযায়ী, এখন যারা Redmi K50i কিনবেন, তারা বিনামূল্যে একটি স্মার্ট স্পিকার পাবেন। আকর্ষণীয় বিষয়টি হল, এটি মোটেই কম দামী কোনও অডিও ডিভাইস নয়, বরং আইআর (IR) নিয়ন্ত্রণ সহ নতুন Xiaomi Smart Speaker-টি মাত্র কয়েক দিন আগেই ৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছে। এই অফারটি শুধুমাত্র সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট, Mi.com-এ উপলব্ধ। তাই ফোনটি কেনার আগে এর দাম এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির ওপর একবার চোখ বুলিয়ে নিতে পারেন।

Redmi K50i-এর সাথে বিনামূল্যে Xiaomi Smart Speaker

সম্প্রতি শাওমি ঘোষণা করেছে একটি বিশেষ অফার, যেখানে গত ২০ জুলাই ভারতের বাজারে লঞ্চ হওয়া রেডমি কে৫০আই-এর সাথে সংস্থা প্রায় পাঁচ হাজার টাকা মূল্যের নয়া শাওমি স্মার্ট স্পিকারটি বিনামূল্যে দিচ্ছে। এই হ্যান্ডসেটটির ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম ২৫,৯৯৯ টাকা। এটি ৩০,০০০ টাকার সেগমেন্টে সেরা ৫জি ফোনগুলির মধ্যে অন্যতম এবং যে সমস্ত গ্রাহকরা পারফরম্যান্স-ভিত্তিক স্মার্টফোন চান তাদের লক্ষ্য করেই রেডমি এই হ্যান্ডসেটটি বাজারে এনেছে। এটিতে একটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ স্ক্রিন রয়েছে এবং এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত। মোবাইল গেম খেলার সময় ভাল হিট ডিসিপেশনের জন্য এতে ভেপার কুলিং চেম্বারও রয়েছে।

প্রসঙ্গত, রেডমি কে৫০আই-এর ৬.৬ ইঞ্চির স্ক্রিনটি ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিভাইসটিতে অ্যামোলেড (AMOLED)-এর পরিবর্তে একটি এলসিডি (LCD) প্যানেল রয়েছে৷ তবে, ব্যবহারের অভিজ্ঞতা অনুযায়ী এই এলসিডি স্ক্রিনটিও বেশ প্রাণবন্ত এবং বিঞ্জ ওয়াচিংয়ের জন্য মানানসই। এটিতে এইচডিআর১০ এবং ডলবি ভিশন সাপোর্ট রয়েছে, তাই নেটফ্লিক্সের মতো জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে উচ্চ-মানের ভিডিও দেখা সম্ভব। এটিতে শুধুমাত্র ৬৫০ নিট ব্রাইটনেস সাপোর্ট করে, তাই তীব্র সূর্যের আলোতে স্ক্রিনটি খুব বেশি দৃশ্যমান হবে না।

আবার, Redmi K50i-এ উচ্চতর সাউন্ড কোয়ালিটির জন্য ডলবি অ্যাটমসের সাপোর্ট সহ স্টেরিও স্পিকার বর্তমান। ফোনের রিয়ার ক্যামেরাগুলি শালীন গতিশীল রেঞ্জের সাথে দিনের আলোতে যথেষ্ট ভাল ডিটেইলড শট অফার করতে সক্ষম। এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল জিডব্লিউ১ প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। আর সেলফির জন্য, হ্যান্ডসেটের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে।

উল্লেখ্য পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi K50i ৫,০৮০ এমএএইচ ব্যাটারি অফার করে। এই ফোনের রিটেইল বক্সে একটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জার অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রায় ৫০ মিনিটের মধ্যে ব্যাটারি ১০ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত পূর্ণ করতে পারে। এতে একটি হেডফোন জ্যাকও রয়েছে, যেটি কিছু ব্র্যান্ড ইতিমধ্যেই অফার করা বন্ধ করে দিয়েছে। Redmi K50i ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৫৩ (IP53) রেটিং প্রাপ্ত।

Show Full Article
Next Story