Redmi K50S Pro আসছে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ, পেল 3C থেকে অনুমোদন
গত মাসে 22081212C মডেল নম্বর সহ একটি নতুন রেডমি ফোন চীনের এমআইআইটি (MIIT) কর্তৃপক্ষের থেকে অনুমোদন লাভ করেছিল। কিছু...গত মাসে 22081212C মডেল নম্বর সহ একটি নতুন রেডমি ফোন চীনের এমআইআইটি (MIIT) কর্তৃপক্ষের থেকে অনুমোদন লাভ করেছিল। কিছু সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, এই হ্যান্ডসেটটি Redmi K50S Pro নাম সহ চীনের বাজারে আত্মপ্রকাশ করবে। আর এখন এই একই ডিভাইসটিকে চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটেও স্পট করা হয়েছে। 3C-এর তালিকাটি আপকামিং ফোনটির চার্জিং সাপোর্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে।
Redmi K50S Pro পেল 3C কর্তৃপক্ষের অনুমোদন
22081212C মডেল নম্বর সহ একটি শাওমি ফোন চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই সার্টিফিকেশন সাইটটি প্রকাশ করেছে যে, নতুন হ্যান্ডসেটটি একটি এমডিওয়াই ১২-ইডি (MDY 12-ED) পাওয়ার অ্যাডাপ্টারের সাথে আসবে, যা ১২০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ তাই, মনে করা হচ্ছে রেডমি কে৫০এস প্রো-এর রিটেইল প্যাকেজে একটি ১২০ ওয়াট চার্জার অন্তর্ভুক্ত থাকতে পারে।
প্রসঙ্গত, রেডমি কে৫০এস প্রো মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে এখনও সেভাবে কিছু জানা যায়নি। তবে, এটি শাওমি ১২টি প্রো হিসেবে রিব্র্যান্ড করা হবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট থেকে জানা গেছে, ১২টি প্রো ফোনটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। কে৫০এস প্রো হ্যান্ডসেটটি শাওমি ১২টি প্রো-এর অনুরূপ স্পেসিফিকেশনের সাথে আসতে পারে।
রেডমি কে৫০এস প্রো/ শাওমি ১২টি প্রো- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Redmi K50S Pro / Xiaomi 12T Pro Expected Specifications)
শাওমি ১২টি প্রো ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ওলেড (OLED) ডিসপ্লে সহ আসতে পারে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এটি দুটি মেমরি কনফিগারেশনে আসবে বলে আশা করা হচ্ছে- ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। এই হ্যান্ডসেটটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।
তবে, Xiaomi 12T Pro-এর প্রধান হাইলাইট হবে এর ক্যামেরা সেটআপ। মনে করা হচ্ছে, এই শাওমি ডিভাইসটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে বাজারে আসবে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। Redmi K50S Pro-এও একই রকম স্পেসিফিকেশন দেখা যেতে পারে। তাই, K50S Pro ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ প্রথম রেডমি ফোন হতে পারে। Xiaomi 12T চীনের বাজারে Redmi K50S হিসাবে রিব্র্যান্ড করা হতে পারে।