স্লো চার্জের ঝামেলা থেকে মুক্তি, 120W চার্জ ও 5500mah ব্যাটারির ফোন আনছে Redmi

রেডমি কে৭০ আল্ট্রা এই মাসেই লঞ্চের ঘোষণা করলেও এখনও তারিখ প্রকাশ করেনি শাওমি। তবে প্রতিদিনই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিভিন্ন ফিচার্স প্রকাশ করতে দেখা যাচ্ছে সংস্থাটিকে।…

রেডমি কে৭০ আল্ট্রা এই মাসেই লঞ্চের ঘোষণা করলেও এখনও তারিখ প্রকাশ করেনি শাওমি। তবে প্রতিদিনই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বিভিন্ন ফিচার্স প্রকাশ করতে দেখা যাচ্ছে সংস্থাটিকে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, এটি মেটাল ফ্রেম, গ্লাস ব্যাক, ও আইপি৬৮ ওয়াটার রেজিট্যান্সের সঙ্গে আসবে। এবার রেডমি কে৭০ আল্ট্রার ব্যাটারি ও চার্জিং ক্যাপাসিটি প্রকাশ হল।

রেডমি কে৭০ আল্ট্রার অফিশিয়াল পোস্টার অনুযায়ী, এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং অফার করবে। একইসাথে ফোনটিতে টি১ সিগন্যাল এনহ্যান্সমেন্ট চিপ থাকবে। এই ফোনে ফ্ল্যাট ডিসপ্লে ও তার চারপাশে স্লিম বেজেল থাকবে। ডিসপ্লের সাইজ অজানা, তবে এটি ১.৫কে রেজোলিউশনের ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত প্যানেল হবে।

রেডমি কে৭০ আল্ট্রা মডেলে ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট থাকছে, যা সর্বোচ্চ ২৪ জিবি র‍্যাম ও ১ টিবি স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। ফটোগ্রাফির জন্য সামনে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও পিছনে ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

প্রসঙ্গত, কে৭০ আল্ট্রা তাদের সবচেয়ে নিখুঁত ফোন হবে বলে দাবি করেছে রেডমি। টিজারে ফোনটির ছবি প্রকাশ করা হয়েছে। ব্যাক প্যানেলে ক্যামেরা ও ফ্ল্যাশের জন্য র জন্য চারটি রিং দেখা গিয়েছে। গিকবেঞ্চের সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ২২৪২ ও ৭২৩৭ পয়েন্ট পেয়েছে এটি। ফোনটি আনটুটু বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে ২.২২ মিলিয়ন স্কোর করে ঝড় তুলেছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *