Redmi K70 Ultra: অপেক্ষার ইতি ঘটিয়ে জুলাইতে লঞ্চ হচ্ছে রেডমির দুর্ধর্ষ ফোন, দাম, ফিচার্স জেনে নিন

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে রেডমি খুব শীঘ্রই তাদের পারফরম্যান্স কেন্দ্রিক কে সিরিজে নতুন ডিভাইস সংযোজন করতে চলেছে। আর আজ, রেডমির জেনারেল ম্যানেজার ওয়াং…

বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে রেডমি খুব শীঘ্রই তাদের পারফরম্যান্স কেন্দ্রিক কে সিরিজে নতুন ডিভাইস সংযোজন করতে চলেছে। আর আজ, রেডমির জেনারেল ম্যানেজার ওয়াং টেং থমাস চীনা বাজারের জন্য আসন্ন রেডমি কে৭০ আল্ট্রা সম্পর্কে আপডেট দিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে তাকে শাওমির প্রতিষ্ঠাতা এবং সিইও লেই জুনের সাথে কথোপকথনে করতে দেখা যাচ্ছে। ওয়াং টেং থমাস প্রকাশ করেছেন যে, তারা রেডমি কে৭০ আল্ট্রা ফোনটির লঞ্চের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এরসাথে তিনি ডিভাইসটির কিছু বৈশিষ্ট্য সম্পর্কেও জানিয়েছেন।

রেডমি কে৭০ আল্ট্রা শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে

রেডমি কে৭০ আল্ট্রাও তার পূর্বসূরির মতো রেডমি কে৬০ আল্ট্রা একটি পারফরম্যান্স-কেন্দ্রিক ফোন হবে। এটি দেশীয় বাজারে ৩,০০০ ইউয়ান (প্রায় ৩৪,৪০০ টাকা) মূল্যের সীমার মধ্যে “পারফরম্যান্স কিং” হয়ে উঠবে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, রেডমি কে৭০ আল্ট্রা ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট থাকবে। এটি একই চিপ যা আইকো নিও ৯এস প্রো মডেলটিকে শক্তি দেয়, যা চীনে কয়েক সপ্তাহ আগে আত্মপ্রকাশ করেছিল। ওয়াং টেং থমাস আরও উল্লেখ করেছেন যে, প্রধান চিপ ছাড়াও রেডমি কে ৭০ আল্ট্রাতে একটি শক্তিশালী ও স্বাধীন গ্রাফিক্স চিপ এবং একটি আইস-সিলড কুলিং সিস্টেম থাকবে। একটি ছবিও তিনি প্রকাশ করেছেন, যা রেডমি কে৭০ আল্ট্রার রিটেইল বক্সটিকে দেখায়।

জানিয়ে রাখি, ব্র্যান্ডের তরফে সম্প্রতি নিশ্চিত করা হয়েছে যে রেডমি কে ৭০ আল্ট্রা হবে একটি আইপি৬৮-রেটেড ধুলো এবং জল প্রতিরোধী ডিভাইস। রিপোর্ট অনুযায়ী, এতে ফ্ল্যাট এইটটি ওলেড প্যানেল থাকবে যা ১.৫কে রেজোলিউশন এবং ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ভাল স্থায়িত্বের জন্য, এটি একটি ধাতব মিড ফ্রেম সহ আসবে।

এছাড়াও, জানা গেছে যে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত ফোনটি ২৪ জিবি পর্যন্ত এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ বড় ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে। সেলফির জন্য এতে একটি ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং এর পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেল+ ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউনিট থাকতে পারে। জানিয়ে রাখি, আরও ভাল ক্যামেরা সহ রেডমি কে ৭০ আল্ট্রা ফোনের একটি টুইকড সংস্করণ আগামী সপ্তাহে বিশ্ব বাজারে শাওমি ১৪টি প্রো নামের সাথে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন