3D আইস কুলিং প্রযুক্তির সঙ্গে দুর্ধর্ষ ফোন আনছে রেডমি, গরম হলে সেকেন্ডে ঠান্ডা!

রেডমি কে৭০ আল্ট্রা ফোনের লঞ্চের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই, কোম্পানির তরফে নানা ফোনটির কিছু আকর্ষণীয় ফিচার সামনে আনতে শুরু...
Ananya Sarkar 11 July 2024 7:21 PM IST

রেডমি কে৭০ আল্ট্রা ফোনের লঞ্চের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই, কোম্পানির তরফে নানা ফোনটির কিছু আকর্ষণীয় ফিচার সামনে আনতে শুরু করেছে। ইতিমধ্যেই হ্যান্ডসেটটির “আইস গ্লাস” ভ্যারিয়েন্টটি প্রদর্শন করেছে। আর এখন শাওমির চীনা শাখার ভাইস প্রেসিডেন্ট অফ মার্কেটিং এবং রেডমি ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার ওয়্যাং টেং, ডিভাইসটির পারফরম্যান্স এবং কুলিং টেকনোলজি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন।

রেডমি কে৭০ আল্ট্রা ফোনে মিলবে ৩ডি আইস কুলিং প্রযুক্তি

ওয়াং টেং দাবি করেছেন যে, দুর্ধর্ষ পারফরম্যান্সে রেডমি কে৭০ আল্ট্রা অ্যান্ড্রয়েড সেগমেন্টে প্রথম স্থানে রয়েছে। অফিসিয়াল পোস্টার অনুসারে, ফোনটি ২৩,৮২,৭৮০ পয়েন্টের আনটুটু স্কোর অর্জন করেছে। এর পাশাপাশি, তিনি আরও দাবি করেছেন যে ফোনটির প্রকৃত গেমিং পারফরম্যান্স "প্রত্যাশার তুলনায় অনেক ভাল" হবে।

রেডমি তাদের নতুন ফোনে চিপসেটকে সর্বোত্তমভাবে ব্যবহার করতে মিডিয়াটেকের সাথে যৌথভাবে কাজ করেছে বলে জানা গেছে, যা "শক্তিশালী" ডাইমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর তৈরি করবে। তবে, এর কার্যকারিতা সম্পর্কে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ডিভাইসটিকে পরীক্ষা করার প্রয়োজন।

রেডমির জেনারেল ম্যানেজার আরও প্রকাশ করেছেন যে রেডমি কে৭০ আল্ট্রা একটি নতুন প্রজন্মের ৩ডি আইস কুলিং প্রযুক্তি সহ আসবে, যা একটি উদ্ভাবনী অবতল-উত্তল প্ল্যাটফর্ম ডিজাইন ব্যবহার করে। উত্তল দিকটি প্রসেসরের কাছাকাছি, যা রেডমি কে৬০ আল্ট্রার তুলনায় প্রসেসরে কোর তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমিয়ে দেয়। ফোনে যখন কোনও ভারী কাজ করা হয় তখন সাধরনত স্ক্রিনও উষ্ণ হয়ে যায়। আসন্ন ডিভাইসে এটিরও একটি সমাধান রয়েছে। হিটসিঙ্কের অবতল দিকটি স্ক্রীন থেকে অনেক দূরে, যার ফলে স্ক্রিনের তাপমাত্রা কম হবে।

নতুন কুলিং সিস্টেমের সাথে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট যুক্ত, যা ফোনটি জেনশিন ইমপ্যাক্টের জন্য ১২০ এফপিএস হারে গেমপ্লে অফার করবে এবং একই সময়ে দুটি গেম পরিচালনা করতে সক্ষম। এগুলির সাথে, ফোনটি তার প্রতিযোগীদের তুলনায় সবচেয়ে শক্তিশালী গেমিং পারফরম্যান্স প্রদান করবে বলে দাবি করা হচ্ছে।

ইতিমধ্যেই জানা গেছে যে, রেডমি কে৭০ আল্ট্রা ফোনটি আরও ভাল পারফরম্যান্স এবং রিসোর্সের সর্বোত্তম ব্যবহারের জন্য একটি ডি১ স্বাধীন গ্রাফিক্স চিপ অফার করবে। এটি ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সহ ১.৫কে ডিসপ্লে অফার করবে এবং এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি মিলবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া, ফোনটিতে একটি ধাতব মধ্যম ফ্রেম এবং কাচের ব্যাক কভার দেখা যাবে। ক্যামেরা মডিউলটি একটু ভিন্ন ডিজাইনের সাথে আসবে।

Show Full Article
Next Story