গ্লোবাল মার্কেটের পর ভারতে আসছে Redmi Note 10 5G, নাম হবে Poco M3 Pro?
গতকাল ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে Redmi Note 10 সিরিজ। এই সিরিজের আওতায় ভারতে মোট তিনটি ফোন (Note 10, Note 10...গতকাল ভারত সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে Redmi Note 10 সিরিজ। এই সিরিজের আওতায় ভারতে মোট তিনটি ফোন (Note 10, Note 10 Pro, এবং Note 10 Pro Max) এসেছে, যার প্রত্যেকটিতে আছে 4G কানেক্টিভিটি। যদিও গ্লোবাল মার্কেটে Xiaomi এই সিরিজের আরও দুটি ফোনের ওপর থেকে পর্দা সরিয়েছে, যাদের নাম Redmi Note 10 5G, Redmi Note 10s। নাম দেখেই বুঝতে পারছেন, প্রথম ফোনটিতে 5G সাপোর্ট আছে। এই ফোনটি এবার ভারতেও আসতে পারে।
আসলে রেডমি নোট ১০ ৫জি কে আজ ভারতীয় সার্টিফিকেশন সাইট, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS)-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। যা নির্দেশ করে ফোনটির ভারতে লঞ্চ আসন্ন। টিপস্টার দা টেক গাই যদিও জানিয়েছেন ভারতে Redmi Note 10 5G ফোনটি Poco M3 Pro নামে আসতে পারে। যদিও এব্যাপারে রেডমি বা পোকো, কারোর তরফেই কিছু জানানো হয়নি।
Redmi Note 10 5G এর স্পেসিফিকেশন ও দাম
রেডমি নোট ১০ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ ওএসে চলবে। যদিও কোম্পানি নিশ্চিত করেছে শীঘ্রই এই ফোনে এমআইইউআই ১২.৫ আপডেট দেওয়া হবে। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেজোলিউশন ১০৮০ x ২৪০০। আবার ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কর্নিং গরিলা গ্লাস ৩।
Redmi Note 10 5G ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। সাথে আছে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
রেডমি নোট ১০ ৫জি ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ পাওয়া যাবে আইআর ব্লাস্টার। ফটোগ্রাফির জন্য এর পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এর সামনে আছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে।
Redmi Note 10 5G এর দাম শুরু হয়েছে ১৯৯ ডলার থেকে, যা প্রায় ১৪,৫০০ টাকা। ফোনটি ক্রোম সিলভার, গ্রাফাইট গ্রে, নাইটটাইম ব্লু, অরোরা গ্রীন কালারে উপলব্ধ।