Redmi Note 10 ফোনের দাম ফের বাড়ল, এখন কিনতে কত খসাতে হবে জেনে নিন

বাজারের মূল্যবৃদ্ধির সাথে তালে তাল মিলিয়ে, আরো একবার নিজের বাজেট রেঞ্জ হ্যান্ডসেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi (শাওমি)। জনপ্রিয় স্মার্টফোন নির্মাতাটি…

বাজারের মূল্যবৃদ্ধির সাথে তালে তাল মিলিয়ে, আরো একবার নিজের বাজেট রেঞ্জ হ্যান্ডসেটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারতের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড Xiaomi (শাওমি)। জনপ্রিয় স্মার্টফোন নির্মাতাটি মার্চে লঞ্চ হওয়া Redmi Note 10 (রেডমি নোট ১০) ফোনের দাম ফের ৫০০ টাকা বাড়িয়েছে। এই নিয়ে পঞ্চমবার ফোনটির দাম বাড়ল। ফলে এই ফোনের বেস মডেলটি এই মুহূর্তে যথেষ্ঠ ব্যয়বহুল হয়েছে। নতুন দামে আজ থেকেই Redmi Note 10 ফোনটি শাওমি ইন্ডিয়া ওয়েবসাইট, Mi.com এবং Amazon থেকে পাওয়া যাবে।

Xiaomi Redmi Note 10-এর নতুন দাম

রেডমি নোট ১০ ফোনটি মূলত দুটি স্টোরেজ অপশনে পাওয়া যায়। এক্ষেত্রে মূল্যবৃদ্ধির জেরে ফোনটির বেস ভ্যারিয়েন্ট অর্থাৎ ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি বিকল্পটির নতুন দাম হয়েছে ১৩,৯৯৯ টাকা। তবে এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলটি আগের মতোই ১৫,৪৯৯ টাকায় কেনা যাবে।

Xiaomi Redmi Note 10-এর স্পেসিফিকেশন

ফিচারের কথা বললে, শাওমি রেডমি নোট ১০ ফোনে ৬.৪৩ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার স্ক্রিন রিফ্রেশ রেট ৬০ হার্টজ এবং এসপেক্ট রেশিও ২০:৯। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৭৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য এই রেডমি নোট ১০ ফোনে ৪৮ মেগাপিক্সেলের Sony IMX582 প্রাইমারি সেন্সরসহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। সফ্টওয়্যার হিসেবে এই ফোনে বিদ্যমান অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক MIUI 12.5 কাস্টম স্কিন।

কানেক্টিভিটির জন্য Redmi Note 10 ফোনে ডুয়াল-সিম সাপোর্ট, ডুয়াল 4G VoLTE, ওয়াইফাই ৮০২.১১ এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ অডিও জ্যাক সাপোর্ট পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

Tech Gup এখন

হোয়াট্‌সঅ্যাপেও

WhatsApp Logo ফলো করুন