Redmi Note 10 Pro 5G স্মার্টফোনে Android 12 নির্ভর MIUI 13 সিস্টেম আপডেট চলে এল

প্রিমিয়াম স্মার্টফোনের পর এবার মিড-রেঞ্জ হ্যান্ডসেটে লেটেস্ট সফটওয়্যার আপডেট দিতে শুরু করল শাওমি (Xiaomi)। সম্প্রতি চীনে Mi 10, Mi 10 Pro, Redmi K30 Pro, and…

প্রিমিয়াম স্মার্টফোনের পর এবার মিড-রেঞ্জ হ্যান্ডসেটে লেটেস্ট সফটওয়্যার আপডেট দিতে শুরু করল শাওমি (Xiaomi)। সম্প্রতি চীনে Mi 10, Mi 10 Pro, Redmi K30 Pro, and Redmi K30S Ultra ফ্ল্যাগশিপ ডিভাইস ব্যবহারকারীরা Android 12 নির্ভর MIUI 13 স্টেবেল আপডেট পেয়েছিলেন। আর এখন Redmi Note 10 Pro 5G মডেলে ওই নতুন সিস্টেম আপডেট দিয়েছে শাওমি‌।

Redmi Note 10 Pro 5G পেল Android 12 বেসড MIUI 13 আপডেট

শাওমি চিনে রেডমি নোট ১০ প্রো ৫জি ব্যবহারকারীদের জন্য এমআইইউআই ১৩ আপডেট রিলিজ করা শুরু করেছে‌‌। সফটওয়্যার আপডেটটি V13.0.3.0.SKPCNXM মডেল নম্বরের সাথে এসেছে। এটি শাওমির মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন ফিচার আনার পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সনকে অ্যান্ড্রয়েড ১২-এ আপগ্রেড করেছে।

যে কোনও ওটিএ সফটওয়্যার আপডেটের মতো এটিও ব্যাচ ধরে রোলআউট চলছে‌। অর্থাৎ এই মুহূর্তে বাছাই করা কয়েকজন এমআইইউআই ১৩ আপডেট পাচ্ছেন। তারা কোনও বড় বাগের মুখোমুখি না হলে পরবর্তীতে আরও বড় সংখ্যক রেডমি নোট ১০ প্রো ৫জি ব্যবহারকারীদের কাছে আপডেটটি পৌঁছবে।

উল্লেখ্য, Redmi Note 10 Pro 5G গত বছরের মে মাসে Android 11 নির্ভর MIUI 12.5 কাস্টম ইন্টারফেসের সাথে লঞ্চ হয়েছিল‌। অক্টোবরে এটি MIUI 12.5 Enhanced Edition আপডেট পেয়েছিল‌। ফলে Android 12 ও MIUI 13 স্মার্টফোনটির প্রথম মেজর সিস্টেম আপডেট‌।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন