২৬ মে আসছে Redmi Note 10 5G, Redmi Note 10 Pro+ 5G, থাকবে মিডিয়াটেকের লেটেস্ট প্রসেসর

মার্চে, Xiaomi ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে Redmi Note 10 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছিল। যদিও Xiaomi-র ঘরেলু মার্কেটে উক্ত স্মার্টফোনগুলির চাইনিজ ভার্সন কবে উপলব্ধ হবে, তা…

মার্চে, Xiaomi ভারতের পাশাপাশি গ্লোবাল মার্কেটে Redmi Note 10 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছিল। যদিও Xiaomi-র ঘরেলু মার্কেটে উক্ত স্মার্টফোনগুলির চাইনিজ ভার্সন কবে উপলব্ধ হবে, তা এতদিন অফিসিয়াল ভাবে জানানো হয়নি। তবে আজ, চীনা ক্রেতাদের মন ভাল করা খবর শুনিয়ে Xiaomi তার উইবো অ্যাকাউন্টে একটি অফিসিয়াল পোস্টার ছেড়েছে। Xiaomi-র এই পোস্টার অনুযায়ী, আগামী ২৬ মে চীনে স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ Redmi Note 10 5G সিরিজ লঞ্চ হবে। অফিসিয়াল পোস্টারে এই সিরিজের অধীনস্থ একটি ফোনের ঝলকও দেখানো হয়েছে।

এদিকে সম্প্রতি রিপোর্টে দাবি করা হয়েছিল যে, চীনে Redmi Note 10 5G লাইনআপে তিনটি হ্যান্ডসেট থাকবে — Redmi Note 10 5G, Redmi Note 10 Pro, ও Redmi Note 10 Pro+ 5G (ভিন্ন নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে)। পোস্টারে যে ফোনটি দেখানো হয়েছে সেটি খুব সম্ভবত বেস মডেল Note 10 5G-এর। কারণ TENAA সার্টিফিকেশন সাইটে থাকা Xiaomi M2103K19C মডেল নম্বরের ফোনটির ছবির সাথে এটি সম্পূর্ণ মিলে যাচ্ছে৷ উল্লেখ্য, M2103K19C মডেল নম্বরের ফোনটি মার্চেই TENAA-র ছাড়পত্র পেয়েছিল।

M2103K19C হ্যান্ডসেট বা Redmi Note 10 5G-এর কথা বললে, এটি ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, ৪ জিবি / ৬ জিবি / ৮ জিবি র‌্যাম, ২,২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং ৪,৯০০ এমএএইচ ব্যাটারি ও ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।

সিকিউরিটির জন্য রেডমি নোট ১০ ৫জি ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। সফটওয়্যারের দিক থেকে এটি অ্যান্ড্রয়েড ১১ ওএস সহ আসবে। এর প্রায় সমস্ত স্পেসিফিকেশনই রেডমি নোট ১০ ৫জি-এর গ্লোবাল ভার্সনের সাথে মিলে যাচ্ছে। ফলে Xiaomi কোনও পরিবর্তন না করে চীনে একই ডিভাইস লঞ্চ করতে পারে বলে জল্পনা রয়েছে। সুতরাং রেডমি নোট ১০ ৫জি গ্লোবাল মার্কেটের মতো চীনেও ডাইমেনসিটি ৭০০ প্রসসর সহ আসবে।

এদিকে রিপোর্ট বলছে, গত সপ্তাহে লঞ্চ হওয়া মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ চিপসেট রেডমি নোট ১০ ৫জি-এর প্রো ভার্সনে ব্যবহার হতে পারে। আবার রেডমি নোট ১০ ৫জি সিরিজের হাই-এন্ড ভ্যারিয়েন্ট, রেডমি নোট ১০ ৫জি প্রো+ স্মার্টফোনে ডাইমেনসিটি ১১০০ চিপসেট সহ আসতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন