ফাঁস হল ছবি! Redmi Note 10 Pro ফোনে থাকবে স্ন্যাপড্রাগন প্রসেসর ও পাওয়ারফুল ব্যাটারি

লঞ্চের দিন যত এগিয়ে আসছে ততই Redmi Note 10 সিরিজের ফোনগুলির স্পেসিফিকেশন সামনে আসছে। আগামী ৪ মার্চ এই সিরিজের তিনটি ফোনের (Redmi Note 10, Note…

লঞ্চের দিন যত এগিয়ে আসছে ততই Redmi Note 10 সিরিজের ফোনগুলির স্পেসিফিকেশন সামনে আসছে। আগামী ৪ মার্চ এই সিরিজের তিনটি ফোনের (Redmi Note 10, Note 10 Pro, এবং Note 10 Pro Max) ওপর থেকে পর্দা সরানো হবে। কয়েকদিন আগে এই সিরিজের রেডমি নোট ১০ ফোনটির রিটেল বক্স সহ স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। আজ এর প্রো মডেল অর্থাৎ Redmi Note 10 Pro ফোনটিরও রিটেল বক্সের ছবি ইন্টারনেটে দেখা গেছে।

Mahesh Singh নামে একজন টুইটার ইউজার, আজ রেডমি নোট ১০ প্রো ফোনটির বক্স সহ ছবি পোস্ট করেছেন। ফোনটির ওপরে থাকা স্ক্রিন প্রটেক্টরের ওপরে এর মুখ্য স্পেসিফিকেশন উল্লেখ আছে। জানা গেছে এই ফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর। এই প্রসেসর কম পাওয়ার ব্যবহার করায় ফোনের ব্যাটারি লাইফ বাড়বে।

Redmi Note 10 Pro, Redmi Note 10 Pro Features, Redmi Note 10 Pro Specifications, Redmi Note 10 Pro Display, Redmi Note 10 Pro Processor

ফাঁস হওয়া ছবি থেকে আরও জানা গেছে, Redmi Note 10 Pro ফোনে থাকবে ৬.৫৩ ইঞ্চি অ্যামোলেড ডট ডিসপ্লে। সিকিউরিটির জন্য এতে পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আবার ফোনটি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এছাড়াও আমাদের অনুমান এই ফোনে ৬৪ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে।

গতকাল শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এবং শাওমি ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর, মানু কুমার জৈন নিশ্চিত করেছিলেন Redmi Note 10 সিরিজের প্রতিটি ফোনে অ্যামোলেড ডিসপ্লে ও বেস্ট ৫ মেগাপিক্সেল সুপার ম্যাক্রো লেন্স থাকবে। এই লেন্সে ২এক্স জুম সাপোর্ট করবে। এই ম্যাক্রো লেন্স রেডমি নোট ৯ প্রো ম্যাক্স এর থেকেও অনেক ভালো হবে বলে দাবি করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন