Redmi Note 10, Redmi 8, 8A, 7A ফোনে এল MIUI 12.5 আপডেট, পারফরম্যান্স হবে ধারালো

রেডমি ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুখবর। রেডমির চারটি স্মার্টফোনে শাওমির মোবাইল সফটওয়্যারের (কাস্টম স্কিন) লেটেস্ট ভার্সন MIUI 12.5 রোলআউট শুরু হয়েছে। Redmi Note 10, Redmi 8,…

রেডমি ব্যবহারকারীদের জন্য অত্যন্ত সুখবর। রেডমির চারটি স্মার্টফোনে শাওমির মোবাইল সফটওয়্যারের (কাস্টম স্কিন) লেটেস্ট ভার্সন MIUI 12.5 রোলআউট শুরু হয়েছে। Redmi Note 10, Redmi 8, Redmi 8A, এবং Redmi 7A – এই চারটি হ্যান্ডসেটে MIUI 12.5 আপডেট পৌঁছে দিচ্ছে রেডমি। ফলে ফোনগুলির পারফরম্যান্স আরও উন্নত হবে। শাওমি জানিয়েছে, তাদের “MIUI 12.5 কাস্টম স্কিন আরও লাইট ওয়েট এবং দ্রুত।” আসুন Redmi Note 10, Redmi 8, Redmi 8A, এবং Redmi 7A কোন বিল্ড নম্বর সহ এই আপডেট পাচ্ছে জেনে নিই।

মার্চে Redmi Note 10 লঞ্চ হলেও, প্রায় পাঁচ মাস বাদে এতে MIUI 12.5 আপডেট রোলআউট হচ্ছে। তবে V12.5.2.0.RKGMIXM বিল্ড নম্বর সহ আপডেটটি কেবলমাত্র Redmi Note 10-এর গ্লোবাল ভ্যারিয়েন্টের জন্য লাইভ করা হয়েছে। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারত-সহ অন্যান্য দেশের Redmi Note 10 ইউজারেরা ওই আপডেট পাবে বলে আশা করা যার।

অন্যদিকে, এখন শুধুমাত্র চীনে Redmi 8, Redmi 8A, এবং Redmi 7A ইউজারেরা MIUI 12.5 আপডেট পাচ্ছে। উল্লিখিত ডিভাইসগুলির জন্য আপডেটটি যথাক্রমে V12.5.1.0.QCNCNXM, V12.5.1.0.QCPCNXM, এবং V12.5.1.0.QCMCNXM বিল্ড নম্বরের সাথে আসছে। তবে সূদূর ভবিষ্যতে ফোনগুলির গ্লোবাল ভ্যারিয়েন্টেও MIUI 12.5 আপডেট রোলআউট হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, শাওমি তাদের এন্ট্রি লেভেল স্মার্টফোনে দু’টি MIUI আপডেট এবং একটি অ্যান্ড্রয়েড আপডেট সরবরাহ করে। ফলে সেই সীমায় পৌঁছে যাওয়ার দরুণ Redmi 8, Redmi 8A, এবং Redmi 7A-এর জন্য MIUI 12.5 সর্বশেষ মেজর আপডেট বলে মনে করছে টেকমহল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন