৬৪ মেগাপিক্সেল ক্যামেরার Redmi Note 10S সবচেয়ে কম দামে কেনার বিরাট সুযোগ, দেখুন অফার

আপনি কি নতুন Redmi ফোন খোঁজ করছেন? চাইছেন কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে কিনা? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আসলে ই-কমার্স সাইট Flipkart এখন Redmi…

আপনি কি নতুন Redmi ফোন খোঁজ করছেন? চাইছেন কোনো ডিসকাউন্ট পাওয়া যাবে কিনা? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। আসলে ই-কমার্স সাইট Flipkart এখন Redmi Note 10S ফোনের সাথে বিশেষ অফার দিচ্ছে। এই অফারের লাভ উঠিয়ে ফোনটি অনেক কমে পাওয়া যাবে। Redmi Note 10S ফোনে আছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা।

Redmi Note 10S ফোনের দাম ও অফার

রেডমি নোট ১০এস এর ৬ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম +১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা ও ১৫,৯৯৯ টাকা। আবার ফোনটি ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, যার দাম ১৭,৪৯৯ টাকা।

তবে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট এই ফোনের উপর অতিরিক্ত ২,০০০ টাকা এক্সচেঞ্জ অফার দিচ্ছে। অর্থাৎ আপনার পুরানো ফোন স্বাভাবিক ভাবে এক্সচেঞ্জ করলে যত টাকা পাওয়া যেত, অফারের লাভ উঠিয়ে এখন আরও ২ হাজার টাকা মিলবে। এইভাবে সর্বোচ্চ ১৫,৯৫০ টাকা পাওয়া যাবে। এছাড়া ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের এই ফোনের সাথে ৫ শতাংশ ডিসকাউন্ট দেওয়া হবে। আবার রয়েছে মাসিক কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ।

রেডমি নোট ১০এস স্পেসিফিকেশন (Redmi Note 10S Specifications)

রেডমি নোট ১০এস ফোনের পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত। এগুলি হল এফ/১.৭৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স (এফ/২.২), ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর (এফ/২.৪) ও ২ মেগাপিক্সেল মাক্রো সেন্সর (এফ/২.৪)। আবার সামনে পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস ৩ এর সুরক্ষা সহ ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০) অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা (এফ/২.৪৫) উপস্থিত।

Redmi Note 10S অ্যান্ড্রয়েড ১১ বেসড এমএআইইউআই ১২.৫ কাস্টম স্কিনে রান করে। এই ফোনে ব্যবহার করা হবে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর। এছাড়া ফোনটি IP53 রেটিং সহ এসেছে, ফলে জল ও ধুলো নির্দিষ্ট সীমা পর্যন্ত ফোনের কোনও ক্ষতি করতে পারবে না। Redmi Note 10S ফোনে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন