Redmi Note 10S এবার Poco ব্র্যান্ডিং সহ ভারতে আসছে, কবে লঞ্চ হবে জেনে নিন
২০২১ সালের প্রথমার্ধে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছিল Redmi Note 10S। এই স্মার্টফোনটিকে পুনরায় লঞ্চ করার পরিকল্পনা করা...২০২১ সালের প্রথমার্ধে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছিল Redmi Note 10S। এই স্মার্টফোনটিকে পুনরায় লঞ্চ করার পরিকল্পনা করা হচ্ছে বলে সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, উক্ত মডেলের একটি Pro ভ্যারিয়েন্টকেও একই সাথে বাজারজাত করা হবে বলে জানা যাচ্ছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আসন্ন ডিভাইস দুটি এবার Redmi নয়, বরং Poco ব্র্যান্ডের অধীনে আসতে চলেছে।
Poco ব্র্যান্ডের হাত ধরে পুনরায় বাজারে আসছে Redmi Note 10S, সাথে আসছে Pro ভ্যারিয়েন্ট
Xiaomiui প্রদত্ত তথ্য অনুসারে, গত বছর আগত রেডমি নোট এস১০ স্মার্টফোনকে আগস্ট মাসের মাঝামাঝি সময়ে Poco ব্র্যান্ডিংয়ের সাথে পুনরায় লঞ্চ করা হবে। আবার এই একই সময়ে উক্ত হ্যান্ডসেটের একটি প্রো সংস্করণকেও আত্মপ্রকাশ করতে দেখা যাবে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। প্রসঙ্গত, আসন্ন ফোন-দ্বয়ের কোডনেম যথাক্রমে 'rosemaryp' এবং 'rosemaryp_pro।' উল্লেখ্য, রেডমি নোট এস১০ স্মার্টফোনকে 'rosemary' কোডনামের সাথে লঞ্চ হয়েছিল। যার দরুন রিফ্রেশ মডেলের সাংকেতিক নামটিও প্রায় অনুরূপ দেওয়া হয়েছে।
রিপোর্ট সত্যি হলে, পোকোর বেস মডেলটি রেডমি নোট ১০এস স্মার্টফোনের ন্যায় এক সমান ফিচার সহ আসতে পারে। অন্যদিকে, প্রো সংস্করণটি সম্ভবত মূল মডেলের তুলনায় আরো উন্নত কনফিগারেশন এবং 'হাই প্রাইজ ট্যাগ' সহ লঞ্চ হতে পারে।
Redmi Note 10S স্পেসিফিকেশন
রেডমি নোট ১০এস স্মার্টফোনে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০) পাঞ্চ হোল AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে উপস্থিত কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশন। ফাস্ট পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর ও মালি-জি৭৬ এমসি৪ জিপিইউ। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমএআইইউআই ১২.৫ ওএস দ্বারা চালিত।
ফটোগ্রাফির জন্য Redmi Note 10S স্মার্টফোনের পিছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। এগুলি হল - ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেল মাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য ডিভাইসে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য ফোনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এসেছে। আর, পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১০এস ফোনে আছে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।