Redmi Note 11 4G বিশ্ববাজারে আরও শক্তিশালী Snapdragon 680 প্রসেসরের সঙ্গে আসছে
বাজেট সেগমেন্টের হ্যান্ডসেট Redmi Note 11 4G ইতিমধ্যেই চীনের বাজারে সাড়া ফেলে দিয়েছে৷ আর সেই জনপ্রিয়তাকে মূলধন করে...বাজেট সেগমেন্টের হ্যান্ডসেট Redmi Note 11 4G ইতিমধ্যেই চীনের বাজারে সাড়া ফেলে দিয়েছে৷ আর সেই জনপ্রিয়তাকে মূলধন করে স্মার্টফোনটি বিশ্ববাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে শাওমি৷ তবে Redmi Note 11 4G এর চীনা ভ্যারিয়েন্টের সাথে গ্লোবাল ভার্সনের পুরোপুরি সাদৃশ্য থাকবে, এমনটা নয়৷ নতুন রিপোর্ট সে দিকেই ইঙ্গিত করছে৷
পিক্সেল এর রিপোর্ট অনুযায়ী, Redmi Note 11 4G এর গ্লোবাল ভ্যারিয়েন্টে Qualcomm Snapdragon 680 প্রসেসর দেওয়া হবে৷ প্রসঙ্গত, ফোনটির অরিজিনাল চীনা মডেলে MediaTek Helio G88 প্রসেসর রয়েছে৷ যার ক্ষমতা Qualcomm এর ওই প্রসেসরের চেয়ে একটু কম৷ মনে করা হচ্ছে, শাওমির প্রোডাকশন ফেসিলিটিতে মিডিয়াটেকের চিপের যোগান কম থাকায় এই সিদ্ধান্ত৷
এছাড়া Redmi Note 11 4G এর চীনা ও গ্লোবাল ভার্সনের মধ্যে অভ্যন্তরীণ দিক থেকে কোনও ফারাক থাকবে না বলে আশা করা যায়৷ বিশ্ববাজারে Redmi Note 11 4G এর দাম ১৯৯ ডলারের কাছাকাছি হবে বলে জানা গিয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,০০০ টাকার সমান৷
রেডমি নোট ১১ ৪জি স্পেসিফিকেশনস (Redmi Note 11 4G Specifications)
রেডমি নোট ১১ ৪জি ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ৯০ হার্টজ এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর, ৪ জিবি / ৬ জিবি র্যাম (LPDDR4X) ও ১২৮ জিবি স্টোরেজ (eMMC 5.1) দেওয়া হয়েছে।
রেডমি নোট ১১ ৪জি ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। রেডমি নোট ১১ ৪জি এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহযোগে এসেছে।
রেডমি নোট ১১ ৪জি দাম (Redmi Note 11 4G Price)
রেডমি নোট ১১ ৪জি দু’টি ভ্যারিয়েন্টে চীনে উপলব্ধ। এর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে ৯৯৯ ইউয়ান (প্রায় ১১,৮৭৪ টাকা) এবং ১,০৯৯ ইউয়ান (প্রায় ১৩,০৬৩ টাকা)।