সুপারফাস্ট চার্জিংযুক্ত Redmi Note 11 Pro+ এবার বিশ্ববাজারের পথে, হাজির হল FCC সাইটে
Redmi Note 11 5G সিরিজ গত অক্টোবরে চীনে আত্মপ্রকাশ করেছিল। এই সিরিজে এসেছিল তিনটি হ্যান্ডসেট - Redmi Note 11, Redmi Note...Redmi Note 11 5G সিরিজ গত অক্টোবরে চীনে আত্মপ্রকাশ করেছিল। এই সিরিজে এসেছিল তিনটি হ্যান্ডসেট - Redmi Note 11, Redmi Note 11 Pro, ও Redmi Note 11 Pro+। রেডমি পরবর্তীতে বেস মডেল অর্থাৎ Note 11-কে রিব্র্যান্ডেড করে Redmi Note 11T নামে ভারতে লঞ্চ করে। আবার এটাই গ্লোবাল মার্কেটে পোকো ব্র্যান্ডিংয়ের সঙ্গে Poco M4 Pro 5G হিসেবে রিলিজ হয়েছে। এবার সবচেয়ে অ্যাডভান্সড Redmi Note 11 Pro+ মডেলটি চীনের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে লঞ্চ করতে প্রস্তুত রেডমি।
Redmi Note 11 Pro+ আমেরিকার ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি (FCC)-তে দেখা গিয়েছে। এফসিসি-র লিস্টিং অনুযাযী, Redmi Note 11 Pro+ এর গ্লোবাল ভ্যারিয়েন্টের মডেল নম্বর 20191116UG৷ উল্লেখ্য, Redmi Note 11 Pro+ ভারতে নতুন নামে লঞ্চ করা হতে পারে। এটি রেডমির পরিবর্তে শাওমির লোগো সমেত আনার সম্ভাবনা রয়েছে। নাম হতে পারে Xiaomi 11i Hypercharge https://www.m.sportsgup.in/xiaomi-11i-hypercharge-india-launch-date-january-6-confirmed-official-120w-fast-charging-price-specifications/৷ এটি অরিজিনাল Redmi Note 11 Pro+ এর মতো স্পেসিফিকেশন সহযোগে আসবে বলেই খবর।
রেডমি নোট ১১ প্রো+ স্পেসিফিকেশনস
(Redmi Note 11 Pro+ Specifications)
রেডমি নোট ১১ প্রো+ এ ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড স্ক্রিন রয়েছে। যা কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দেওয়ার হয়েছে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ কনফিগারেশনে এসেছে।
রেডমি নোট ১১ প্রো+ এর ট্রিপল ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে৷ সেল্ফি ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের। পাওয়ার ব্যাকআপের জন্য রেডমি নোট ১১ প্রো+ এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ১২০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট করে।