Redmi Note 11 SE কিনতে আগ্রহী? চার্জার ছাড়াই ভারতে লঞ্চের সম্ভাবনা

শাওমি (Xiaomi)-এর অন্যতম জনপ্রিয় সাব-ব্রান্ড রেডমি আগামীকাল (২৬ আগস্ট) ভারতে তাদের Note সিরিজে অন্তর্ভুক্ত Redmi Note...
Anwesha Nandi 25 Aug 2022 6:45 PM IST

শাওমি (Xiaomi)-এর অন্যতম জনপ্রিয় সাব-ব্রান্ড রেডমি আগামীকাল (২৬ আগস্ট) ভারতে তাদের Note সিরিজে অন্তর্ভুক্ত Redmi Note 11 SE হ্যান্ডসেটটি লঞ্চ করতে চলেছে। যদিও, ব্র্যান্ডটি ইতিমধ্যেই দামের বিবরণ ছাড়া এই স্মার্টফোনটির সম্পর্কে প্রায় সব তথ্যই প্রকাশ করছে। সংস্থার অফিসিয়াল (Mi.com) ওয়েবসাইটে Redmi Note 11 SE-এর স্পেসিফিকেশনের তালিকাটি বর্তমানে উপলব্ধ রয়েছে। স্পষ্টতই, স্পেসিফিকেশনের তালিকাটি এই ফোনের কিছু গুরুত্বপূর্ণ দিকও তুলে ধরেছে। আর এখন একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে, রেডমির সাইটে আপকামিং Note 11 SE-এর অফিসিয়াল তালিকাটি ইঙ্গিত দেয় যে, এই আসন্ন ডিভাইসটি চার্জার ছাড়াই বাজারে আসতে পারে।

Redmi Note 11 SE ভারতের বাজারে কি লঞ্চ হবে চার্জার ছাড়াই?

মাইস্মার্টপ্রাইস-এর একটি রিপোর্টে জানানো হয়েছে যে, সম্প্রতি রেডমির ইন্ডিয়ার ওয়েবসাইটে (Mi.com) প্রকাশিত রেডমি নোট ১১ এসই-এর অফিসিয়াল তালিকার 'প্যাকেজড কন্টেন্টস' বিভাগে 'অ্যাডাপ্টার'-এর কোনো উল্লেখ নেই। তবে, তালিকায় চার্জিং অ্যাডাপ্টারের কথা উল্লেখ না করা কোনও অনিচ্ছাকৃত ভুল না সংস্থার বাস্তব সিদ্ধান্ত- তা এখনও স্পষ্ট নয়। তবে, কোম্পানি আসন্ন ফোনটির সাথে কোনও চার্জার টিজ করেনি, সেই কারণে এই সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায়না।

প্রসঙ্গত, যদি এটি সত্য হয়, তাহলে রেডমি নোট ১১ এসই হবে শাওমির চার্জার ছাড়া বাজারে আনা প্রথম বাজেট স্মার্টফোন। বর্তমানে, এই দামের সেগমেন্টে রিয়েলমি নার্জো ৫০এ প্রাইম এবং কিছু নির্বাচিত স্যামসাং বাজেট স্মার্টফোন ইন-বক্স চার্জার ছাড়া বাজারে উপলব্ধ রয়েছে৷

জানিয়ে রাখি, Redmi Note 11 SE মডেলটি আসলে গত বছর লঞ্চ হওয়া Redmi Note 10S-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। এই রেডমি হ্যান্ডসেটে স্পেসিফিকেশন এবং ডিজাইনের দিক থেকে কোনও পরিবর্তনই আনা হয়নি। এমনকি এটি Note 10S-এর মতো একই কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গেছে, তবে এর কালার ভ্যারিয়েন্টের নামগুলি ভিন্ন হতে পারে।

উল্লেখ্য সবচেয়ে হতাশাজনক বিষয়টি হল, ২০২২ সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হওয়া সত্ত্বেও, Redmi Note 11 SE অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ (MIUI 12.5) কাস্টম স্কিনে রান করবে। এদিকে, Redmi Note 10S মডেলটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১২ নির্ভর এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে চলে। নোট সিরিজের এই নয়া ফোনে সংস্থা কি কারণে নতুন সফ্টওয়্যার অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

Show Full Article
Next Story