আজ আসছে Redmi Note 11 সিরিজ, থাকবে ডুয়েল সিমেট্রিক্যাল JBL স্পিকার

আজ, অর্থাৎ ১১ অক্টোবর লঞ্চ হতে চলেছে Redmi Note 11 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটে স্মার্টফোন আনাহবে বলে ইঙ্গিত পাওয়া গেছে – Redmi Note 11,…

আজ, অর্থাৎ ১১ অক্টোবর লঞ্চ হতে চলেছে Redmi Note 11 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটে স্মার্টফোন আনা
হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে – Redmi Note 11, Redmi Note 11 Pro ও Redmi Note 11 Pro+। লঞ্চের আগে একেরপর এক ফোনগুলির ফিচার টিজ করছে সংস্থা। সম্প্রতি একটি টিজারে নিশ্চিত করা হয়েছে যে, এই সিরিজের ফোনে ডুয়েল সিমেট্রিক্যাল জেবিএল টিউন স্পিকার থাকবে। এর আগে Redmi Note 11 সিরিজের ফোনে ৩.৫মিমি অডিও জ্যাক, পাঞ্চ হোল ডিসপ্লে ও মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর থাকবে বলে জানা গেছে।

একটি উইবো (Weibo) পোস্টে রেডমি জেনারেল ম্যানেজার, লু উইবিং জানিয়েছেন, রেডমি নোট ১১ সিরিজে জেবিএল সিমেট্রি অডিও থাকবে। স্পিকারগুলি ফোনের উপরে ও নিচে দেওয়া হয়েছে। জানা গেছে, স্পিকারগুলি এমন ভাবে রাখা হয়েছে যা সর্বোচ্চ ভলিউম ও কম ডিস্টরশন অফার করবে। আবার রেডমি নোট ১১ সিরিজে ডলবি অ্যাটমস ও হাই-রেস অডিও সাপোর্ট করবে।

Redmi Note 11, Redmi Note 11 Pro ও Redmi Note 11 Pro+ সিরিজের অন্যান্য ফিচার (টিজার)

আগের টিজার থেকে জানা গিয়েছিল, রেডমি নোট ১১ ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর ব্যবহার করা হবে। আবার মালি জি৬৮ এমসি৪ জিপিইউ ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর সহ আসবে রেডমি নোট ১১ প্রো। এছাড়া রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর।

ফোনগুলি ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে সহ আসবে। ফোনগুলিতে সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। আবার এগুলিতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন থাকবে। আজ ফোনগুলি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ লঞ্চ হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন