Redmi Note 11 চলতি মাসে লঞ্চ হচ্ছে? জল্পনা বাড়াল রেডমির ভাইস প্রেসিডেন্ট

খোলাখুলি না বললেও পরোক্ষভাবে Redmi Note 11 (রেডমি নোট ১১) সিরিজের আগমনের দিকেই ইঙ্গিত করলেন রেডমির ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার লু ওয়েবিং (Lu Weibing)।…

খোলাখুলি না বললেও পরোক্ষভাবে Redmi Note 11 (রেডমি নোট ১১) সিরিজের আগমনের দিকেই ইঙ্গিত করলেন রেডমির ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার লু ওয়েবিং (Lu Weibing)। Redmi Note 11 সিরিজ যে এই মাসের শেষের দিকে বা আগামী মাসের প্রথমে আত্মপ্রকাশ করতে পারে, তার একটা বড় আভাস দিয়েছেন তিনি।

চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে (Weibo) গতকাল একটি ছবি শেয়ার করেছেন লু ওয়েবিং। ক্যাপশনে লেখা, “এই মাসটা তাঁকে খুব ব্যস্ততার মধ্যে কাটাতে হচ্ছে”। এতএব, ধরে নেওয়া যায় যে রেডমি একটি প্রোডাক্ট লঞ্চ ইভেন্টের তোড়জোড় শুরু করেছে।

আবার তাৎপর্যপূর্ণ বিষয় হল, পোস্টে দেওয়া ছবিটি Redmi Note 10 সিরিজের লঞ্চ কনফারেন্সে তোলা হয়েছিল। যার ফলে টেকমহল মনে করছে, Redmi Note 10-এর সাক্সেসর হিসেবে শীঘ্রই Redmi Note 11 সিরিজের ঘোষণা করা হতে পারে।

Redmi Note 11 সিরিজের সম্পূর্ণ স্পেসিফিকেশন ও ফিচারগুলির ব্যাপারে এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে এক জনৈক টিপস্টারের মতে, এই সিরিজের সবচেয়ে অ্যাডভান্স ভ্যারিয়েন্ট ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অর্থাৎ দ্রুত চার্জিংয়ের দিক থেকে এটি Xiaomi 11T Pro ও Mi MIX 4 ফ্ল্যাগশিপ ফোনের সমকক্ষ হয়ে উঠবে।

উল্লেখ্য, Redmi Note 10 সিরিজের Pro ভ্যারিয়েন্টে (চীনা ভার্সন) ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এতএব, আগামী প্রজন্মের Note মডেলে চার্জিংয়ের হার প্রায় দ্বিগুণ হতে চলেছে। এছাড়া আমরা উন্নত ক্যামেরা ও আরও শক্তিশালী চিপসেট নতুন সিরিজে দেখতে পারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন