Redmi Note 11T Pro Plus মিড রেঞ্জে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর সহ আসছে, দেখা গেল Geekbench-এ
গতকালই জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা রেডমি নিশ্চিত করেছে যে, আগামী ২৪ মে চীনে বহু চর্চিত Redmi Note 11T Pro...গতকালই জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা রেডমি নিশ্চিত করেছে যে, আগামী ২৪ মে চীনে বহু চর্চিত Redmi Note 11T Pro সিরিজটি লঞ্চ করা হবে। এই লাইনআপে Redmi Note 11T Pro এবং Redmi Note 11T Pro Plus মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যেই এই ডিভাইসগুলির সম্পর্কে একাধিক তথ্য ফাঁস হয়েছে। আর এখন সিরিজটি লঞ্চের আগে, টপ-এন্ড Redmi Note 11T Pro Plus হ্যান্ডসেটটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে স্পট করা হয়ছে, যা এর বেশ কয়েকটি প্রধান স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। চলুন Note 11T Pro সিরিজের 'Plus' মডেলটির গিকবেঞ্চ লিস্টিং থেকে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।
Redmi Note 11T Pro Plus- কে দেখতে পাওয়া গেল Geekbench-এর ডেটাবেসে
মাইস্মার্টপ্রাইস (MySmartPrice)- এর নতুন রিপোর্ট অনুযায়ী, 22041216UC মডেল নম্বর সহ একটি নতুন রেডমি ডিভাইস গিকবেঞ্চ (Geekbench)-এ তালিকাভুক্ত হয়েছে। এই একই মডেল নম্বর যুক্ত ডিভাইস, এর আগে চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C)-এর সাইট থেকে অনুমোদন লাভ করেছে এবং মনে করা হচ্ছে, এটি রেডমি নোট ১১টি প্রো প্লাস নামে চীনের বাজারে আত্মপ্রকাশ করবে।
প্রসঙ্গত, গিকবেঞ্চের তালিকা অনুযায়ী, এই আপকামিং হ্যান্ডসেটটি একটি অক্টা-কোর চিপসেটের সাথে আসবে, যার চারটি পারফরম্যান্স কোরের ক্লক স্পিড হবে ২.৮৫ গিগাহার্টজ এবং চারটি এফিসিয়েন্সি কোর রান করবে ২.০০ গিগাহার্টজ গতিতে। এই প্রসেসরটির সাথে গ্রাফিক্সের জন্য থাকবে এআরএম মালি-জি৬১০ এমসি৬ (Arm Mali-G610 MC6) জিপিইউ। তালিকায় উল্লেখিত চিপসেট সম্পর্কিত এই তথ্যগুলি থেকে বোঝাই যাচ্ছে যে, এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ দ্বারা চালিত হবে।
এছাড়াও, তালিকাটি প্রকাশ করে যে, Redmi Note 11T Pro Plus-এ ৮ জিবি র্যাম পাওয়া যাবে এবং ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। এবার আসা যাক বেঞ্চমার্কের ফলাফলে, আসন্ন রেডমি হ্যান্ডসেটটি গিকবেঞ্চ ৪ (Geekbench 4)-এর সিঙ্গেল-কোর টেস্টে ৪,১৭০ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৬,৩৭৯ পয়েন্ট অর্জন করেছে।
যদিও, এগুলি ছাড়া গিকবেঞ্চের তালিকায় Redmi Note 11T Pro Plus-এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য উল্লেখ করা হয়নি, তবে পূর্ববর্তী 3C তালিকায় বলা হয়েছে যে, এই স্মার্টফোনে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট অফার করবে। এর ফলে Note 11T Pro Plus আইপিএস এলসিডি ডিসপ্লে সহ আসবে বলে অনুমান করা হচ্ছে। এতে সম্ভবত ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মিলবে, যা ৫১২ জিবি যেতে পারে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi Note 11T Pro Plus-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। যেহেতু Redmi Note 11T Pro Plus আগামী ২৪ মে লঞ্চ হতে চলেছে, তাই আশা করা যায় খুব শীঘ্রই এর আরও কিছু স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানতে পারা যাবে।