Redmi Note 14: ব্যাটারি চার্জ হতে কম সময় লাগবে, চার্জিং স্পিড বাড়ছে রেডমির ফোনে
রেডমি নোট ১৪ সিরিজের ফোনগুলি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। লঞ্চের আগে এখন এই লাইনআপের একটি মডেলকে চীনের ৩সি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে।
রেডমি বর্তমানে চীনের জন্য রেডমি নোট ১৪ সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। চায়না রেডিও সার্টিফিকেশন প্ল্যাটফর্মে গত মাসে ২৪১১৫আরএ৮ইসি, ২৪০৯৪আরএডি৫সি এবং ২৪০৯৪আরএডি৪সি মডেল নম্বর সহ তিনটি আসন্ন শাওমি ফোনকে দেখা গেছে৷ এখন চীনের ৩সি (সিসিসি) কর্তৃপক্ষ ২৪০৯০আরএ২৯সি মডেল নম্বর যুক্ত ভ্যারিয়েন্টটিকে অনুমোদন করেছে বলে জানা গেছে। মনে করা হচ্ছে যে এটি রেডমি নোট ১৪ নামে লঞ্চ হবে।
রেডমি নোট ১৪ পেল ৩সি সার্টিফিকেশন সাইটের অনুমোদন
রেডমি ২৪০৯০আরএ২৯সি ফোনটি চায়না কমপালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যেটি থেকে জানা গেছে যে ফোনটি এমডিওয়াই-১৭-ইই চার্জারের সাথে পাঠানো হতে পারে। জানিয়ে রাখি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ চিপসেট দ্বারা চালিত রেডমি নোট ১৩ ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এখন মনে করা হচ্ছে যে, এর উত্তরসূরি রেডমি নোট ১৪ হ্যান্ডসেটের নতুন চার্জারটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
যদিও, রেডমি নোট ১৪ ফোনের স্পেসিফিকেশন এখনও অজানা। তবে ৩সি সার্টিফিকেশন ইঙ্গিত দিয়েছে যে ডিভাইসটি হয় আগস্টের শেষে, বা সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে। একটি সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ করেছে যে, রেডমি নোট ১৪ ফোনের গ্লোবাল এবং ভারতীয় ভ্যারিয়েন্টও থাকবে। ইতিমধ্যেই এগুলি যথাক্রমে ২৪০৯৪আরএডি৪জি এবং ২৪০৯৪আরএডি৪আই মডেল নম্বর সহ আইএমইআই ডাটাবেসে উপস্থিত হয়েছে৷ সম্ভবত রেডমি নোট ১৪ সিরিজ আগামী বছর জানুয়ারিতে অন্যান্য বাজারে আসবে।
রিপোর্টগুলি নির্দেশ করেছে যে, রেডমি নোট ১৪ প্রো এবং রেডমি নোট ১৪ প্রো প্লাস মডেল দুটি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৫০ চিপসেট দ্বারা চালিত হবে৷ উভয় ডিভাইসের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ইউনিট এবং ১.৫কে রেজোলিউশন সাপোর্ট সহ একটি কার্ভড-এজের ওলেড স্ক্রিন থাকবে বলে আশা করা হচ্ছে।
রেডমি নোট ১৪ সিরিজের ফোনগুলি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। লঞ্চের আগে এখন এই লাইনআপের একটি মডেলকে চীনের ৩সি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে।