অন্য স্মার্টফোন ভুলে যাবেন, সেপ্টেম্বরেই লঞ্চ হতে পারে নতুন Redmi Note 14 সিরিজ

চলতি বছরের শুরুতে Redmi Note 13 সিরিজটি বাজারে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে এর উত্তরসূরি, Redmi Note 14 লাইনআপের ওপর কাজ...
Ananya Sarkar 22 Jun 2024 11:50 AM IST

চলতি বছরের শুরুতে Redmi Note 13 সিরিজটি বাজারে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে এর উত্তরসূরি, Redmi Note 14 লাইনআপের ওপর কাজ করছে সংস্থা। সিরিজটির সর্ম্পকে ইতিমধ্যেই নানা তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন একটি নতুন রিপোর্ট এর লঞ্চ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছে। কি কি জানা গেছে আসন্ন Redmi Note 14 সিরিজ সর্ম্পকে, আসুন দেখে নেওয়া যাক।

Redmi Note 14 সিরিজটি শীঘ্রই আসছে বাজারে

শাওমিটাইমের রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট সিরিজটি সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার পরিকল্পনা করছে ব্র্যান্ড। সুতরাং, লঞ্চ হতে মাত্র আড়াই মাসের মতো বাকি। লঞ্চের আগে এখন এই সিরিজে অন্তর্ভুক্ত স্মার্টফোনের মডেল নম্বরগুলি আইএমইআই (IMEI) ডেটাবেসে উপস্থিত হয়েছে, যা এগুলিই আসন্ন আগমনের ইঙ্গিত দেয়।

Redmi Note 14 Series

  • 24090RA29G, 24090RA29I, 24090RA29C
  • 24115RA8EG, 24115RA8EI, 24115RA8EC
  • 24094RAD4G, 24094RAD4I, 24094RAD4C

উল্লেখিত মডেল নম্বরগুলি রেডমি নোট ১৪ ৫জি,রেডমি নোট ১৪ প্রো ৫জি এবং রেডমি নোট ১৪ প্রো প্লাস ৫জি ফোনের প্রতিনিধিত্ব করে৷ মডেল নম্বরে "2409" অংশটি লঞ্চের তারিখকে নির্দেশ করে, যা নিশ্চিত করছে যে সিরিজটি সেপ্টেম্বরে লঞ্চ করা হবে। চীন থেকে শুরু করে স্মার্টফোনগুলি বিশ্বের অন্যান্য বাজারেও পৌঁছাবে।

এছাড়াও, রেডমি নোট ১৪ সিরিজ হাইপারওএস (HyperOS) সোর্স কোডে উপস্থিত হয়েছে। টপ-এন্ড মডেল, রেডমি নোট ১৪ প্রো প্লাস ৫জি-এর অভ্যন্তরীণ মডেল নম্বর "O16U" এবং কোডনেম "অ্যামেথিস্ট" বলে জানা গেছে। ব্র্যান্ডটি মূলত রত্নের নাম দিয়ে রেডমি নোট সিরিজের কোডনেম ঠিক করে। অ্যামিথিস্ট হল একটি স্বচ্ছ বৈচিত্র্যের কোয়ার্টজ, যা সাধারণত বেগুনি রঙে পাওয়া যায়। রেডমি নোট ১৪ এবং রেডমি নোট ১৪ প্রো মডেলের কোডনেমগুলি এখনও জানা যায়নি।

আশা করা যায়, Redmi Note 14 সিরিজের ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস ১
১.০ (HyperOS 1.0) কাস্টম স্কিনে রান করবে। Note 14 সিরিজকে অনুসরণ করে, ফ্ল্যাগশিপ Xiaomi 15 সিরিজটি অক্টোবরে লঞ্চ হবে বলে জানা গেছে। এটির লঞ্চ হতে আর মাত্র তিন-চার মাস বাকি আছে। যারা বর্তমানে একটি Note 13 সিরিজের স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তারা শীঘ্রই বাজারে আসতে চলা Redmi Note 14 লাইনআপের মডেলগুলির জন্য অপেক্ষা করতে পারেন।

Show Full Article
Next Story