সুখবর, Redmi Note 9 Pro Max ফোনের জন্য এল Android 11 ভিত্তিক MIUI 12 আপডেট

Xiaomi গত বছর ভারতে Redmi Note 9 Pro Max ফোনটি লঞ্চ করেছিল। দুর্দান্ত ফিচার সহ এই ফোনে ছিল অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১১। এরপর ফোনটিতে…

Xiaomi গত বছর ভারতে Redmi Note 9 Pro Max ফোনটি লঞ্চ করেছিল। দুর্দান্ত ফিচার সহ এই ফোনে ছিল অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১১। এরপর ফোনটিতে এমআইইউআই ১২ (MIUI 12) আপডেট আসে। তবে এখন Xiaomi, Redmi Note 9 Pro Max এর জন্য অ্যান্ড্রয়েড ১১ (Android 11) রোল আউট করা শুরু হয়েছে। ভারতীয় ইউজাররা নতুন আপডেট পেতে শুরু করেছেন।

Redmi Note 9 Pro Max ফোনে এল অ্যান্ড্রয়েড ১১ আপডেট

অঙ্কিত নামের একজন টুইটার ইউজার জানিয়েছেন, তিনি তার রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ফোনে অ্যান্ড্রয়েড ১১ আপডেট পেয়েছেন। এটি এমআইইউআই ১২ বেসড। এই আপডেটের ভার্সন নম্বর 12.0.1.0.RJXINXM এবং ডাউনলোড সাইজ ২.৩ জিবি।

এই আপডেটের সাথে Redmi Note 9 Pro Max ফোনটি জুন মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও পাচ্ছে। ফলে ফোনে যেমন অ্যান্ড্রয়েড ১১ এর নতুন ফিচার যুক্ত হবে, এর পাশাপাশি ফোনের ওভার অল সিস্টেম শক্তিশালী হবে।

Redmi Note 9 Pro Max ফোনের জন্য আসা এই অ্যান্ড্রয়েড ১১ আপডেট আপাতত ‘স্টেবেল বিটা’ পর্যায়ে আছে। ফলে প্রথমে সীমিত সংখ্যক ইউজারের জন্য আপডেটটি রোল আউট করা হয়েছে, এই সমস্ত ইউজার কোনো অভিযোগ না করলে, সবার কাছে আপডেটটি পৌঁছে দেওয়া হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন