Redmi-র অত্যন্ত জনপ্রিয় এই ফোনে বড় সফটওয়্যার আপডেট এল
লঞ্চের দু'বছর অতিক্রান্ত হওয়ার পরেও এখনও সমান জনপ্রিয় Redmi Note 9। রেডমির এই জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোন ইতিমধ্যেই...লঞ্চের দু'বছর অতিক্রান্ত হওয়ার পরেও এখনও সমান জনপ্রিয় Redmi Note 9। রেডমির এই জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোন ইতিমধ্যেই একটি মেজর Android আপগ্রেড এবং দু'টি MIUI আপডেট পেয়েছে। এবার এই ডিভাইসে MIUI 13 মোবাইল অপারেটিং সিস্টেম রোলআউট হওয়ার খবর সামনে এল।
Xiaomi চীনে Redmi Note 9 ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলক ভাবে MIUI 13 আপডেট রিলিজ করেছে। ইন্টার্নাল আপডেট হওয়ার কারণে হাতেগোনা কয়েক জন তাদের হ্যান্ডসেটে আপডেটটি পেয়েছেন। এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, MIUI 13 চীনে সামনের মাস থেকে সবার জন্য এবং অগাস্টে গ্লোবাল মার্কেটে ইন্সটলের জন্য উপলব্ধ হবে।
প্রসঙ্গত, ২০২০ সালে Android 10 সংস্করণের সাথে বাজারে এসেছিল Redmi Note 9। পরবর্তীতে এতে Android 11 নির্ভর MIUI 12.5 দেওয়া হয়। আর এখন Android 12-এর সাথে MIUI 13-এর ট্রায়াল চালানো হচ্ছে। এটাই হ্যান্ডসেটটির জন্য শেষ মেজর অ্যান্ড্রয়েড বা এমআইইউআই আপডেট বলে ধরে নেওয়া যায়৷ এর পর শুধু সিকিউরিটি আপডেট সরবরাহ করা হবে এতে।
স্পেসিফিকেশনের কথা বললে, Redmi Note 9 হ্যান্ডসেটে ৬.৫৩ ইঞ্চি ফুল-এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, ৪৮+৮+২+২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা, MediaTek Helio G85 প্রসেসর, ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৬ জিবি র্যাম + ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ, এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৫,০২০ এমএএইচ ব্যাটারি।