Redmi Note 9 ব্যবহারকারীদের জন্য সুখবর, এল নতুন MIUI 12.5 Enhanced Edition আপডেট

Xiaomi গত অক্টোবর থেকে তাদের নির্বাচিত ডিভাইসের জন্য MIUI 12.5 Enhanced Edition রোল আউট করতে শুরু করেছিল। এখন সংস্থার Redmi Note 9 (গ্লোবাল) ফোনটি এই…

Xiaomi গত অক্টোবর থেকে তাদের নির্বাচিত ডিভাইসের জন্য MIUI 12.5 Enhanced Edition রোল আউট করতে শুরু করেছিল। এখন সংস্থার Redmi Note 9 (গ্লোবাল) ফোনটি এই লেটেস্ট MIUI ভার্সনের আপডেট পেতে শুরু করল। উল্লেখ্য ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্টেও নতুন আপডেট এসে পৌঁছেছে। এর সাথে অ্যান্ড্রয়েড সিকিউরিটির প্যাচও রোল আউট করেছে Xiaomi।

ভারতে Redmi Note 9 ফোনে আসা MIUI 12.5 Enhanced Edition আপডেটের বিল্ড নম্বর – V12.5.2.0.RJOINXM। যদিও এর সাইজ অজানা। নতুন আপডেটের সাথে অক্টোবর ২০২১ এর সিকিউরিটি প্যাচও পাবে ফোনটি। ফলে এর সিস্টেম আরও শক্তিশালী হবে।

উল্লেখ্য এই আপডেটে রেডমি নোট ৯ ফোনে‌ নতুন কোনো ফিচার যুক্ত হবে না বলেই আমাদের ধারণা, তবে ফোনের পারফরম্যান্স আরও উন্নত হবে। কারণ শাওমি জানিয়েছিল, এমআইইউআই ১২.৫ এনহ্যান্সড এডিশন আসলে অপ্টিমাইজেশন সহ এসেছে। এতে নতুন ফিচার যোগ বা কোনো ভিজ্যুয়াল পরিবর্তনের বিষয় নেই।

জানিয়ে রাখি, সমস্ত রেডমি নোট ৯ ইউজার একসাথে নতুন আপডেট পাবেন না। কোম্পানি ধাপে ধাপে এটি রোল আউট করবে। সুতরাং আপনি যদি ফোনটি ব্যবহার করেন এবং নতুন আপডেট এখনও না পেয়ে থাকেন তাহলে হতাশ হবেন না। শীঘ্রই আপনার ডিভাইসে নতুন আপডেটের নোটিফিকেশন চলে যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন