নয়া রেকর্ড Xiaomi-র, বিশ্বজুড়ে Redmi Note সিরিজের ফোনের বিক্রি ছাড়ালো ২৪০০ লক্ষ ইউনিট

Xiaomi-র Redmi Note (রেডমি নোট) সিরিজের হ্যান্ডসেটগুলির চাহিদা যে বরাবরই তুঙ্গে থাকে, সে কথা সংস্থার অতিবড় নিন্দুক-ও একবাক্যে স্বীকার করতে বাধ্য! ২০১৪ সালে আত্মপ্রকাশের পর…

Xiaomi-র Redmi Note (রেডমি নোট) সিরিজের হ্যান্ডসেটগুলির চাহিদা যে বরাবরই তুঙ্গে থাকে, সে কথা সংস্থার অতিবড় নিন্দুক-ও একবাক্যে স্বীকার করতে বাধ্য! ২০১৪ সালে আত্মপ্রকাশের পর থেকেই বাজেট ও মিডরেঞ্জ সেগমেন্টে আসা এই স্মার্টফোনগুলি সেরা ফিচার এবং পারফরম্যান্স সরবরাহ করে আসছে। ফোনগুলির নামের সাথে জুড়েছে ‘ভ্যালু ফর মানি’ জাতীয় নানাবিধ তকমাও। আর এবার, এই পরিচিত হ্যান্ডসেটগুলির হাত ধরেই গ্লোবাল মার্কেটে নয়া নজির গড়লো Xiaomi। চীনা টেক জায়ান্টটির সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, তারা এখনো পর্যন্ত Redmi Note সিরিজের ২৪০ মিলিয়ন (২,৪০০ লক্ষ) ইউনিট বিশ্বব্যাপী বিক্রি করেছে। এর মধ্যে, গত ফেব্রুয়ারি থেকে পরবর্তী সাত মাস সময়ে (ফেব্রুয়ারিতে Xiaomi, ২০০ মিলিয়ন ইউনিট Redmi Note বিক্রির সাফল্যের কথা ঘোষণা করেছিল) সংস্থাটি ৪০ মিলিয়ন ইউনিট শিপিং করেছে বলে দাবি করা হয়েছে।

Redmi Note ফোনের গ্লোবাল সেল ২৪০ মিলিয়ন ইউনিট ছাড়িয়েছে

রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েইবিং-এর বিবৃতি উদ্ধৃত করে, আইটিহোম (IThome) তাদের একটি প্রতিবেদনে জনপ্রিয় রেডমি নোট সিরিজের বিশ্বব্যাপী বিক্রি ২৪০ মিলিয়ন ইউনিট অতিক্রম করার বিষয়টি প্রকাশ্যে এনেছে। যদিও শাওমি বা আইটিহোম – কেউই এই সিরিজের বিভিন্ন প্রজন্মের ফোনের বিক্রির পৃথক পরিসংখ্যান শেয়ার করেনি। তাই কোন রেডমি নোট মডেল (যেমন বিগত কয়েক মাসে চালু হওয়া Redmi Note 9, Redmi Note 10 ইত্যাদি) কত সংখ্যায় বিক্রি হয়েছে, তা স্পষ্ট হয়নি।

এদিকে একটি ওয়েইবো পোস্টে লু ওয়েইবিং ঘোষণা করেছেন যে, কোম্পানি অক্টোবরের শেষ নাগাদ ১০,০০০টিরও বেশি নতুন শাওমি স্টোর খুলবে, যার মধ্যে দশ হাজারতম স্টোরটি হবে শেনজেন হ্যাপি হারবার (Shenzhen Happy Harbor) স্টোর।

গতকালই বাজারে এসেছে নতুন Redmi Note 11 সিরিজ

গতকাল অর্থাৎ ২৮শে অক্টোবর, শাওমির দেশীয় বাজার চীনে নতুন Redmi Note 11 (রেডমি নোট ১১) সিরিজ লঞ্চ হয়েছে; আর এই সিরিজের অধীনে Redmi Note 11 5G (রেডমি নোট ১১ ৫জি), Note 11 Pro (নোট ১১ প্রো) এবং Note 11 Pro+ (নোট ১১ প্রো+) নামক তিন-তিনটি নতুন স্মার্টফোন এনেছে সংস্থাটি, যাদের দাম শুরু হয়েছে প্রায় ১৪,০০০ টাকা থেকে।

ফিচারের কথা বললে, Redmi Note 11 5G ফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা রয়েছে। অন্যদিকে Redmi Note 11 Pro এবং Note 11 Pro+ মডেলদুটি প্রায় একই স্পেসিফিকেশন অফার করবে; দুটি হ্যান্ডসেটই ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর, ৮ জিবি পর্যন্ত র‌্যাম, ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরসহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং ডুয়েল সিমেট্রিক্যাল জেবিএল টিউন স্পিকারের সাথে এসেছে। তবে Note 11 Pro ফোনে আছে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যেখানে Pro+ মডেলে পাওয়া যাবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।